ভারত এবং ইজরায়েলের সম্পর্কের ঘনিষ্ঠতা আরও এক বার প্রকাশ্যে এল আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন (সিওপি২৬)-এর মঞ্চে। সেখানে মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক হয় ইজরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের। তখনই বেনেট মোদীকে তাঁর ‘দলে যোগ দেওয়ার’ জন্য আমন্ত্রণ জানান।
গ্লাসগোয় বসেছে এ বছরের আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন। সেই সম্মেলনে উপস্থিত রয়েছেন বিশ্বের প্রথম সারির রাষ্ট্রনেতারা। সেই সম্মেলনের ফাঁকেই ইজরায়েলের রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠকে বসেছিলেন মোদী। সেখানেই বেনেট মোদীকে ‘ইজরায়েলের সবথেকে জনপ্রিয় ব্যক্তি’ বলে অভিহিত করেছেন। এর পর মোদীকে তাঁর দলে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানান। তা শুনে হাসিতে ফেটে পড়েন ভারতের প্রধানমন্ত্রী।