Advertisement
১২ অক্টোবর ২০২৪
Israel-Hezbollah Conflict

লেবাননের পরে সিরিয়ার রাজধানী দামাস্কাসে এ বার ইজ়রায়েলি বিমানহানা! হত চার সাধারণ নাগরিক

গত ২৭ সেপ্টেম্বর লেবাননের রাজধানী বেরুটের দক্ষিণে দাহিয়া এলাকায় হিজ়বুল্লার সদর দফতরে ইজ়রায়েলি বিমানহানায় নিহত হয়েছিলেন ইরানের সাহায্যপ্রাপ্ত শিয়া সশস্ত্র গোষ্ঠী হিজ়বুল্লার প্রধান হাসান নাসরাল্লা।

এ বার ইজ়রায়েলের নিশানায় সিরিয়ার রাজধানী দামাস্কাস।

এ বার ইজ়রায়েলের নিশানায় সিরিয়ার রাজধানী দামাস্কাস। ছবি: রয়টার্স।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৪ ০০:০৬
Share: Save:

লেবাননের রাজধানী বেরুটের পরে এ বার তেল আভিবের নিশানায় সিরিয়ার রাজধানী দামাস্কাস। মঙ্গলবার সকাল থেকেই আকাশপথে দফায় দফায় সেখানে হামলা চালিয়েছে ইজ়রায়েল সেনা। হামলায় অন্তত চার জন সাধারণ নাগরিক নিহত হয়েছেন বলে সিরিয়ার সংবাদমাধ্যম জানিয়েছে। গুরুতর আহতের সংখ্যা ১০।

গত ২৭ সেপ্টেম্বর লেবাননের রাজধানী বেরুটের দক্ষিণে দাহিয়া এলাকায় হিজ়বুল্লার সদর দফতরে ইজ়রায়েলি বিমানহানায় নিহত হয়েছিলেন ইরানের সাহায্যপ্রাপ্ত শিয়া সশস্ত্র গোষ্ঠী হিজ়বুল্লার প্রধান হাসান নাসরাল্লা। প্রকাশিত খবরে দাবি, মাটির ১০০ ফুটেরও বেশি গভীরে কংক্রিটের বাঙ্কারে ছিলেন তিনি। কিন্তু ইজ়রায়েলি বায়ুসেনার জোড়া বাঙ্কার বাস্টার বোমা, জিবিইউ-২৮ এবং জিবিইউ-৭২-এর আঘাতে ভেঙে পড়ে সেই ভূগর্ভস্থ বাঙ্কার। তার পর থেকে ধারাবাহিক ভাবে বেরুট-সহ গোটা দক্ষিণ লেবানন জুড়ে আকাশপথে হামলা চালাচ্ছে ইজ়রায়েল।

আমেরিকা এবং ইউরোপের বিভিন্ন দেশ যুদ্ধবিরতির পরামর্শ দিলেও ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু স্পষ্ট ভাষায় জানিয়েছেন, প্যালেস্টাইনি ভূখণ্ড গাজ়ায় হামাসের ঘাঁটির পাশাপাশি লেবাননে হিজ়বুল্লার ডেরাতেও অভিযান অব্যাহত থাকবে। এই পরিস্থিতিতে দক্ষিণ লেবাননের শিয়া অধ্যুষিত জনপদগুলির কয়েক লক্ষ নাগরিক সীমান্ত পেরিয়ে সিরিয়ায় আশ্রয় নিয়েছেন। কিন্তু এ বার সেখানেও হানা দিল ইজরায়েল। সামরিক পর্যবেক্ষকদের একাংশের ধারণা, অধিকৃত সিরিয়ান ভূখণ্ড গোলান মালভূমির একাংশে হিজ়বুল্লার তৎপরতা রুখতে সামরিক অভিযান চালাতে পারে নেতানিয়াহুর ফৌজ।

অন্য বিষয়গুলি:

Israel-Hezbollah Conflict Syria israel
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE