ইয়েমেনের রাজধানী সানায় হামলা চালাল ইজ়রায়েল। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ইয়েমেনের প্রেসিডেন্টের বাসভবনের কাছেই হামলা হয়েছে। এ ছাড়া কিছু ক্ষেপণাস্ত্র ঘাঁটি, তেল এবং বিদ্যুৎ কেন্দ্রের কাছেও হামলা হয়েছে বলে দাবি সানাবাসীর।
গত শুক্রবার ইজ়রায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি। ইজ়রায়েলকে লক্ষ্য করে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল হুথি গোষ্ঠী। ওই হামলার দু’দিন পরেই এ বার ইয়েমেনের রাজধানীতে হামলা চালাল জেরুজ়ালেম। সংবাদ সংস্থা এএফপি সূত্রে খবর, মধ্য সানায় একটি ভবনে আকাশপথে বোমা আছড়ে পড়েছে। সেখানে বেশ কয়েক জনের মৃত্যুর আশঙ্কাও রয়েছে।
ইরান সমর্থিত হুথি গোষ্ঠী দীর্ঘদিন ধরেই ইজ়রায়েলের সামরিক ভাবে চাপে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। গাজ়া ভূখণ্ডে ইজ়রায়েলি হামলা শুরুর পরে ইরানের মদতপুষ্ট এই সশস্ত্র গোষ্ঠী ইজ়রায়েলের মাথাব্যথার অন্যতম কারণ হয়ে উঠেছে।
ইজ়রায়েলি সংবাদমাধ্যম ‘দ্য টাইম্স অফ ইজ়রায়েল’ অনুসারে সে দেশের সামরিক বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইয়েমেনের রাজধানী সানায় হুথিদের বিরুদ্ধে হামলা চালানো হয়েছে। ওই হামলায় ইয়েমেনের প্রেসিডেন্টের বাসভবনে অবস্থিত সামরিক ছাউনি, দু’টি বিদ্যুৎকেন্দ্র এবং একটি তেলের ডিপোয় আঘাত হানা হয়েছে। ইজ়রায়েলি সংবাদমাধ্যমগুলিতে দাবি করা হচ্ছে, হুথিরা বার বার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার চালানোর ফলেই জবাব দিতে এই প্রত্যাঘাত চালানো হয়েছে।
আরও পড়ুন:
ইজ়রায়েলের সামরিক বাহিনীর দাবি, ইয়েমেনের প্রেসিডেন্টের বাসভবন চত্বরে একটি সামরিক ছাউনি থেকে হুথি গোষ্ঠী নিজেদের সামরিক কার্যকলাপ পরিচালনা করে। যে দু’টি বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানো হয়েছে, সেগুলিও হুথি গোষ্ঠীর সামরিক কর্মকাণ্ডের জন্য গুরুত্বপূর্ণ। আইডিএফ সূত্রে ইজ়রায়েলি সংবাদমাধ্যমগুলি জানিয়েছে, মোট চারটি নিশানায় ৩০টিরও বেশি বোমা ছোড়া হয়েছে।