Advertisement
২০ এপ্রিল ২০২৪
International News

ইস্তানবুলের নাইটক্লাবে হামলাকারী আইএস জঙ্গি পুলিশের জালে

বর্ষবরণের রাতে ইস্তানবুলের নাইটক্লাবে হামলার অভিযোগে এক আইএস জঙ্গিকে গ্রেফতার করল পুলিশ। অভিযুক্ত আততায়ী আব্দুলগাদির মাশারিপভ উজবেকিস্তানের নাগরিক বলে পুলিশের দাবি। মঙ্গলবার গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়।

ধৃত আইএস আততায়ী। ছবি: সংগৃবীত।

ধৃত আইএস আততায়ী। ছবি: সংগৃবীত।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০১৭ ১২:৩৬
Share: Save:

বর্ষবরণের রাতে ইস্তানবুলের নাইটক্লাবে হামলার অভিযোগে এক আইএস জঙ্গিকে গ্রেফতার করল পুলিশ। অভিযুক্ত আততায়ী আব্দুলগাদির মাশারিপভ উজবেকিস্তানের নাগরিক বলে পুলিশের দাবি। মঙ্গলবার গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়।

বর্ষবরণের রাতে হামলার পর থেকেই ইস্তানবুলের এসেনায়ার্ট জেলায় একটি ফ্ল্যাট ভাড়া করে থাকছিল সে। আব্দুলগাদিরের সঙ্গে তার নাবালক ছেলেও ছিল বলে পুলিশের দাবি। তাকেও পুলিশি হেফাজতে রাখা হয়েছে।

আরও পড়ুন

সান্তা ক্লজের পোশাকে গুলি, রক্তাক্ত ইস্তানবুল

আরও পড়ুন
দিল্লিকে ‘বন্ধুত্বের হাত’, মোষের মাংস কেনার প্রস্তাব বেজিংয়ের

প্রাথমিক ভাবে আততায়ীর পরিচয় নিয়ে ধোঁয়াশা থাকলেও গত ৮ জানুয়ারি গোয়েন্দা দফতর ও সন্ত্রাস দমন শাখার যৌথ রিপোর্টে জানানো হয়, আততায়ী ৩৪ বছরের উজবেক নাগরিক। আইএসের মধ্য এশিয়ার একটি শাখার সদস্য সে। প্রশাসনের দাবি, তার নাম আব্দুলগাদির মাশারিপভ। অন্য একটি সংবাদ সংস্থার যদিও দাবি, আইএস-এ তার সাঙ্কেতিক নাম আবু মহম্মদ হোরাসানি। এই দুটি নামই ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, হামলার পর থেকে এখনও পর্যন্ত মোট ৩৫ জন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। এসেনায়ার্ট জেলায় যে ফ্ল্যাট বাড়িতে ভাড়া থাকছিল আব্দুলগাদির তার মালিক-সহ মোট পাঁচ জনকে আটক করেছে পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Istanbul Nightclub Attacker IS Militant Arrested
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE