গাজ়াগামী আন্তর্জাতিক ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’কে নিরাপত্তা দিতে অস্বীকার করল ইটালি। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ইটালীয় নৌসেনার জাহাজ ত্রাণবাহী নৌবহরকে অনুসরণ করা থেকে বিরত হয়েছে।
ইটালির এই সিদ্ধান্তের ফলে ত্রাণবাহী জাহাজগুলির মানবাধিকারকর্মীরা ঝুঁকির মুখে পড়েছেন। ওই বহরে রয়েছে ৪০টির বেশি অসামরিক নৌযান এবং ৫০০-এর বেশি যাত্রী। যাঁদের মধ্যে রয়েছেন সুইডেনের জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ এবং ইউরোপীয় পার্লামেন্টের সদস্যেরাও। তাঁদের লক্ষ্য ইজরায়েলি সেনার অবরোধ ভেঙে সেখানে গাজ়ায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়া।
আরও পড়ুন:
গত সপ্তাহে গ্রিসের উপকূলে আন্তর্জাতিক জলসীমায় ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র উপর ড্রোন হামলা ও রাসায়নিক স্প্রে বর্ষণ করা হয়েছিল। এর পরে ইজ়রায়েলের তরফে জাহাজ বহর ফেরানোর হুঁশিয়ারি দেওয়া হয়। এই পরিস্থিতিতে তেল আভিভের সঙ্গে সংঘাত এড়াতেই রোমের এমন সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। দক্ষিণ গাজ়ার রাফার বিভিন্ন শরণার্থী শিবিরে উত্তর এবং মধ্য গাজ়া থেকে উৎখাত হওয়া কয়েক লক্ষ গৃহহীন প্যালেস্টাইনি শরণার্থী রয়েছেন। খাদ্য ও পানীয়ের অভাবে তাঁদের প্রাণসংশয় তৈরি হয়েছে বলে রাষ্ট্রপুঞ্জের রিপোর্ট জানিয়েছে।