সমাজমাধ্যমে আলাপ জামাতেন। তার পর নিজের ফ্ল্যাটে তাঁদের ডেকে নিয়ে গিয়ে শ্বাসরোধ করে খুন করতেন। দোষী সাব্যস্ত হওয়ার পর সেই ব্যক্তিকে শুক্রবার ফাঁসি দিল জাপান। ২০২২ সালের পর এই নিয়ে দ্বিতীয় ঘটনা এটি।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ওই ব্যক্তির নাম তাকাহিরো শিরাইসি। ‘টুইটার কিলার’ নামেও পরিচিত তিনি। কেন এই নামে ডাকা হত তাঁকে? জানা গিয়েছে, তৎকালীন টুইটার-এর (বর্তমান ‘এক্স’) মাধ্যমে মহিলাদের সঙ্গে আলাপ জমাতেন তাকাহিরো। তার পর তাঁদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতেন। তাঁদের ভরসা এবং আস্থা অর্জন করতেন। তার পর সেই সব মহিলাকে নিজের ফ্ল্যাটে ডেকে নিয়ে যেতেন। আট মহিলা এবং এক পুরুষকে নিজের জালে ফাঁসিয়ে খুনের অভিযোগ ওঠে তাকাহিরোর বিরুদ্ধে।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে খবর, নিজের ফ্ল্যাটে নিয়ে যাওয়ার পর মহিলাদের শ্বাসরোধ করে খুন করতেন। তার পর তাঁদের দেহ টুকরো করে ফেলে দিয়ে আসতেন। ২০১৭ সালের সেই মামলায় তাকাহিরোকে দোষী সাব্যস্ত করে আদালত। শুক্রবার তাঁর ফাঁসি হয়। প্রধানমন্ত্রী শিগেরু ইসিবার সরকার ক্ষমতায় আসার পর প্রথম ফাঁসির ঘটনা এটি।