Advertisement
১৬ মে ২০২৪
Jerusalem

এ বার জেরুজালেমে ট্রাক হানায় হত চার, সমর্থন করল হামাস

নিস, বার্লিনের পর জেরুজালেম। দাঁড়িয়ে থাকা এক দল সেনাকে লক্ষ্য করে প্রচণ্ড গতিতে ছুটে এল ট্রাক।

চলছে উদ্ধার কাজ। ছবি: রয়টার্স।

চলছে উদ্ধার কাজ। ছবি: রয়টার্স।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০১৭ ১৯:৫৪
Share: Save:

নিস, বার্লিনের পর জেরুজালেম। দাঁড়িয়ে থাকা এক দল সেনাকে লক্ষ্য করে প্রচণ্ড গতিতে ছুটে এল ট্রাক। পিষে মারল অন্তত চার জনকে। জখম ১৩ জন। উপস্থিত এক সেনা জওয়ানের গুলিতে মৃত্যু হয়েছে ঘাতক ট্রাক চালকের।

হত চার জনের মধ্যে তিন জন মহিলা সৈনিক বলে জানিয়েছেন ইজরায়েলের এক মন্ত্রী। প্রাথমিক ভাবে এটিকে জঙ্গি হানা বলেই মনে করছে ইজরায়েল। অন্য দিকে হামলাকারী ট্রাক চালককে অভিবাদন জানিয়ে বিবৃতি দিয়েছে প্যালেস্তিনীয় জঙ্গি গোষ্ঠী হামাস। হামাস মুখপাত্র আবদুল লতিফ কানো এই হামলাকে ‘বীরত্বপূর্ণ’ বলে অভিহিত করে বলেছেন, এটা প্রতিরোধ যুদ্ধকে আরও গতি দেবে।

আরও পড়ুন: হিলারিকে হারাতে পুতিনের গুপ্তচর হয়েছিলেন ইনি!

জেরুজালেমকে কেন্দ্র করে ইজরায়েল আর প্যালেস্তাইনের বিরোধ বহু কালের। দু’পক্ষই এই প্রাচীন, ইতিহাস বিজড়িত শহরকে তাদের নিজেদের বলে দাবি করে। ইজরায়েল জেরুজালেম দখলের পর একে তার রাজধানী বলে ঘোষণা করে। প্যালেস্তাইনও তাদের অধিগৃহীত রাজধানী বলে দাবি করে এই শহরকে। আজকের ঘটনার আগেও জেরুজালেমে একের পর এক হামলা হয়েছে মাসের পর মাস ধরে। ২০১৫র অক্টোবর থেকে বন্দুক, ছুরি বা গাড়ি নিয়ে হামলায় অন্তত ৩৫ জন ইজরায়েলির মৃত্যু হয়েছে। আর ইজরায়েলি সেনার হাতে এই সময়েই মারা গেছেন অন্তত ২০০ প্যালেস্তিনীয়

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Jerusalem Truck Ram Terrorist Attack
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE