Advertisement
২৬ এপ্রিল ২০২৪

জেট এয়ারওয়েজের বিমানে বোমাতঙ্ক, মাসকটে জরুরি অবতরণ

মাসকটে জরুরি অবতরণ করল জেট এয়ারওয়েজের একটি বিমান। বোমাতঙ্কের কারণেই এই জরুরি অবতরণ বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। মঙ্গলবার তুরস্ক এয়ারলাইন্সের একটি বিমান বোমাতঙ্কের কারণে ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে বাধ্য হয়। তল্লাশির পর অবশ্য মেলেনি কিছুই। এ দিনের জরুরি অবতরণের ফলে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৯ জুলাই ২০১৫ ১৮:৪৪
Share: Save:

বোমাতঙ্কের কারণে মাসকটে জরুরি অবতরণ করল জেট এয়ারওয়েজের একটি বিমান। পরে তদন্তে জানা গিয়েছে, তুরস্ক বিমানের মতো এই বোমাতঙ্কটিও ভুয়ো। কেউ একজন ভুয়ো টুইট করে জেট এয়ারওয়েজকে বোকা বানিয়েছে।
মঙ্গলবার তুরস্ক এয়ারলাইন্সের একটি বিমান বোমাতঙ্কের কারণে ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে বাধ্য হয়। তল্লাশির পর অবশ্য মেলেনি কিছুই। এ দিনের জরুরি অবতরণের ফলে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রায় যুদ্ধকালীন তত্পরতায় বিমানের সব যাত্রীকেই নামিয়ে আনা হয়েছে। এর মধ্যে রয়েছেন ৫৪ জন যাত্রী এবং সাত জন বিমান কর্মী। বৃহস্পতিবার বিকেল ৫টা ৪৫ মিনিট নাগাদ মুম্বই থেকে দুবাইয়ের উদ্দেশে রওনা দেওয়ার কিছু পরই বোমাতঙ্কের কারণে মাসকটে জরুরি অবতরণ জেট এয়ারওয়েজের ৯ডাব্লিউ৫৩৬ বিমান। কে বা কারা ঘটনাটির সঙ্গে জড়িত আছে, ওমানের নিরাপত্তা সংস্থা তার তদন্ত চালাচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE