আপনার বাড়ি বা দোকানে যদি ডাকাত পড়ে তাহলে প্রথমেই আপনার মাথায় কী আসবে? হয় আপনি পুলিশে ফোন করবেন বা প্রাণ বাঁচাতে দৌড়ে পালাবেন। খুব সাহসী না হলে ডাকাতের মোকাবিলা করার কথা কী আপনার মনে আসবে? সম্প্রতি এ রকমই সাহসিকতার পরিচয় দিলেন কানাডার এক গয়নার দোকানের কর্মচারিরা।
সম্প্রতি ভাইরাল হয়েছে একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে জানলার কাঁচ ভেঙে গয়নার দোকানে ঢোকার চেষ্টা করছে মুখোশধারী ডাকাতদের একটি দল। ডাকাতদের প্রতিহত করতে তরবারি নিয়ে সেই জানলার সামনে চলে এল দোকানের তিন কর্মচারি। তাদের বাধায় শেষমেশ আর দোকানে ঢুকতে পারল না ডাকাত দল। দোকানের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে গোটা ঘটনাটি।