Advertisement
২৬ এপ্রিল ২০২৪

রঙিন ঘুড়ির কনফারেন্স

পেটকাটি, চাঁদিয়াল, মোমবাতি বা বগ্গা নয়। তবে তারা ছেলেবেলার সেই পাড়াতুতো বন্ধুদেরই জাতভাই। এমনকি আমাদের মতো আকাশে ঘুড়ির ঝাঁক দেখে মাটিতে অবজ্ঞারও বালাই নেই। বরং এ যেন এক অন্য উড়ালের গল্প। উত্তর ফ্রান্সের বার্ক বিচে চলছে ২৯তম আন্তর্জাতিক কাইট মিটিং। যার পোশাকি নাম ‘রঁকঁন্ত্র অ্যান্তেরন্যাশিওনাল দ্য কর্ফ ভোল্যাঁ’। চলতি মাসের ১৮ তারিখ থেকে শুরু হওয়া এই উত্সব চলবে ২৬ তারিখ পর্যন্ত। ফ্রান্সের বার্ক বিচ সংলগ্ন আকাশ জুড়ে এখন কোথাও কাঁকড়া, কোথাও অক্টোপাস আবার কোথাও বা দৈত্যাকৃতি তিমি। রঙিন ঘুড়ির কনফারেন্সে স্বাগত আপনাকেও।পেটকাটি, চাঁদিয়াল, মোমবাতি বা বগ্গা নয়। তবে তারা ছেলেবেলার সেই পাড়াতুতো বন্ধুদেরই জাতভাই। এমনকি আমাদের মতো আকাশে ঘুড়ির ঝাঁক দেখে মাটিতে অবজ্ঞারও বালাই নেই। বরং এ যেন এক অন্য উড়ালের গল্প। উত্তর ফ্রান্সের বার্ক বিচে চলছে ২৯তম আন্তর্জাতিক কাইট মিটিং। যার পোশাকি নাম ‘রঁকঁন্ত্র অ্যান্তেরন্যাশিওনাল দ্য কর্ফ ভোল্যাঁ’। চলতি মাসের ১৮ তারিখ থেকে শুরু হওয়া এই উত্সব চলবে ২৬ তারিখ পর্যন্ত। ফ্রান্সের বার্ক বিচ সংলগ্ন আকাশ জুড়ে এখন কোথাও কাঁকড়া, কোথাও অক্টোপাস আবার কোথাও বা দৈত্যাকৃতি তিমি। রঙিন ঘুড়ির কনফারেন্সে স্বাগত আপনাকেও।

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০১৫ ২২:৩৪
Share: Save:
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE