প্রায় সাড়ে ৫ বছর আগে তালিবানরা তাঁকে যেখানে গুলি করে খুনের চেষ্টা করেছিল, পাকিস্তানের সেই সোয়াট উপত্যকায় শনিবার পা দিলেন নোবেল শান্তি পুরস্কার জয়ী মালালা ইউসুফজাই।
সোয়াট উপত্যকা বরাবরই পাকিস্তানে জঙ্গিদের ‘স্বর্গরাজ্য’ বলে পরিচিত। ২০১২ সালে এই সোয়াট উপত্যকাতেই মালালাকে লক্ষ্য করে গুলি চালায় তালিবান জঙ্গিরা। একটি গুলি লাগে মালালার মাথায়। কোমায় চলে গিয়েছিলেন মালালা। তাঁকে বাঁচানোর জন্য তড়িঘড়ি বিমানে চাপিয়ে সোয়াট থেকে নিয়ে যাওয়া হয় ইসলামাবাদে। সেনা হাসপাতালে তাঁর প্রাথমিক চিকিৎসার জন্য। তার পর তাঁকে নিয়ে যাওয়া হয় বার্মিংহামে, একটি হাসপাতালে ভর্তি করাতে।
সেই সোয়াটেই এত দিন পর পা দিয়ে তাঁর কেমন লাগছে, জানতে চাওয়া হলে এ দিন মালালা সাংবাদিকদের বলন, ‘‘আমি চোখ বুজে (পড়ুন, সংজ্ঞাহীন অবস্থায়) সোয়াট ছেড়েছিলাম। আর সেই সোয়াটকেই দেখতে এলাম ৬ বছর পর।’’