নিজে একজন ‘স্বঘোষিত’ সাইবার বিশেষজ্ঞ। সাইবার হানাকে কী ভাবে আটকানো যায়, সেটা নিয়ে গবেষণা করা তাঁর কাজ। নানা রকম ম্যালওয়্যার তৈরি করে সাইবার হামলা রুখে দিতেও সিদ্ধহস্ত তিনি। যে যুবক সাইবার ক্রাইম রোখার জন্য দিনরাত চেষ্টা চালাত, এ বার তিনি নিজেই সাইবার ক্রাইমে জড়িত হয়ে গ্রেফতার হলেন।
আরও পড়ুন: র্যানসমওয়্যার নয়, পেটিয়া আরও বিপজ্জনক ‘ওয়াইপার’
নাম মার্কাস হাচিন্স, ব্রিটেনের বাসিন্দা। ম্যালওয়্যার টেক ছদ্মনাম দিয়েই সাইবার দুনিয়ায় বিচরণ তাঁর। কানাডা, ইউরোপ এবং আমেরিকায় ব্যাঙ্কিং সিস্টেম হ্যাক করার অভিযোগে বুধবার লাস ভেগাস থেকে তাঁকে গ্রেফতার করে এফবিআই। দফতরের তরফে এক বিবৃতিতে জানানো হয়, গত জুলাইয়ে ট্রোজান ভাইরাস ছড়িয়ে দিয়ে বিভিন্ন বহু গুরুত্বপূর্ণ দফতরের সিস্টেম হ্যাক করেছেন তিনি।