Advertisement
২০ এপ্রিল ২০২৪
International News

ম্যানহাটনে বিস্ফোরণে ধৃত ব্যক্তি বাংলাদেশি, দাবি পুলিশের

সোমবার সকালে পোর্ট অথরিটি বাস টার্মিনালে বিস্ফোরণের  পর আকায়েদকে গুরুতর আহত অবস্থায় গ্রেফতার করে পুলিশ।

আততায়ী: আকায়েদ উল্লাহ।

আততায়ী: আকায়েদ উল্লাহ।

নিজস্ব সংবাদদাতা
ঢাকা শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০১৭ ০০:১৫
Share: Save:

নিউ ইয়র্কের ম্যানহাটনে বাস টার্মিনালের বিস্ফোরণের ঘটনায় ধৃত ব্যক্তি বাংলাদেশি বলে জানিয়েছে সেখানকার পুলিশ।

নিউ ইয়র্ক পুলিশ কমিশনার জেমস ও’নিল সাংবাদিকদের জানান, ২৭ বছর বয়সী ওই যুবকের নাম আকায়েদ উল্লাহ।

সোমবার সকালে পোর্ট অথরিটি বাস টার্মিনালে বিস্ফোরণের পর আকায়েদকে গুরুতর আহত অবস্থায় গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, ওই যুবক ব্রুকলিনের বাসিন্দা। সে বাংলাদেশ থেকে সাত বছর আগে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিল। আকায়েদ তার দেহে বিস্ফোরক বহন করছিল এবং নিজেই সেটার বিস্ফোরণ ঘটায়।

আরও পড়ুন: আত্মঘাতী জঙ্গি হামলা ম্যানহাটনে, জখম ৪

এই বিস্ফোরণে আকায়েদ ছাড়া আরও চার জন আহত হয়েছেন বলে নিউ ইয়র্ক দমকল দফতর জানিয়েছে। তবে তাঁদের কারও অবস্থাই গুরুতর নয়।

হামলাকারী আইএস দ্বারা অনুপ্রাণিত বলে মনে করছেন নিউ ইয়র্কের প্রাক্তন পুলিশ কমিশনার বিল ব্রাটন। তিনি সংবাদমাধ্যমকে বলেন, “গত সাত বছর ধরে সে যুক্তরাষ্ট্রে বসবাস করছে এবং খুব সম্ভবত আইএসের নামে এই বিস্ফোরণে ঘটিয়েছে। অবশ্যই এটা জঙ্গি হামলা এবং এটা পরিকল্পিত।”

নিউ ইয়র্ক পুলিশ কমিশনার জেমস ও’নিল প্রাথমিক ভাবে মনে করছেন, এটি জঙ্গি হামলা। তবে ধৃত ব্যক্তির সঙ্গে আইএসের যোগাযোগ ছিল কি না সে বিষয়ে স্পষ্ট কিছু জানাননি তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE