গাঁজার জন্য আলাদা শিল্পাঞ্চল! হ্যাঁ এমনটাই হতে চলেছে ক্যালিফোর্নিয়ার নিপটন শহরে। আমেরিকার এই শহরের একটা অংশ কিনে নিল একটি মারিজুয়ানা প্রস্তুতকারী সংস্থা ‘আমেরিকান গ্রিন’। সংস্থাটি গাঁজা নিয়েই বিভিন্ন রকম পণ্য তৈরি করে।
মার্কিন যুক্তরাষ্ট্রের আটটি অঙ্গরাজ্যে মারিজুয়ানা বৈধ পণ্য হিসেবে বিবেচিত। ক্যালিফোর্নিয়া তাদের মধ্যে একটি। নিপটন শহরটি রয়েছে ক্যালিফোর্নিয়াতেই। এই শহরে গাঁজার চাষ তো হবেই! পাশাপাশি থাকবে গাঁজা বিক্রির জন্য সার সার দোকান। ছোট্ট শহরটির ১২০ একর জমিতে গাঁজা প্রক্রিয়াকরণের কারখানা ও দোকান বানানো হবে।
আরও পড়ুন: চিনা ড্রোন নিষিদ্ধ করল মার্কিন সেনা