Advertisement
২৫ মার্চ ২০২৩

পুলিশের জালে ‘পুলিশ’

পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তির নাম টিমোথি ইরভেন ট্রিভে। শনিবার রাতে সে যখন গাড়ি করে যাচ্ছিল, তখন টহলরত পুলিশকর্মীদের সন্দেহ হয়। রাত সাড়ে ৮টা নাগাদ ৫৪ বছর বয়সি টিমোথি একটি গাড়িকে দাঁড় করায় এবং ওই গাড়ির চালককে টেনে নামানোর চেষ্টা করে।

সংবাদ সংস্থা
ওয়াশিংটন শেষ আপডেট: ১৮ জুন ২০১৯ ০০:২৫
Share: Save:

মেরিল্যান্ডে পুলিশের হাতে ধরা পড়ল এক ভুয়ো পুলিশ। রীতিমতো পুলিশের পোশাক, বর্ম এবং বুলেট বেল্ট পরা অবস্থায় গত শনিবার রাতে তাঁকে হাতেনাতে ধরে ফেলে আসল পুলিশ। কিন্তু কেন ওই ব্যক্তি পুলিশের পোশাক এবং অস্ত্র নিয়ে ঘুরছিল, তা অবশ্য স্পষ্ট নয়।

Advertisement

পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তির নাম টিমোথি ইরভেন ট্রিভে। শনিবার রাতে সে যখন গাড়ি করে যাচ্ছিল, তখন টহলরত পুলিশকর্মীদের সন্দেহ হয়। রাত সাড়ে ৮টা নাগাদ ৫৪ বছর বয়সি টিমোথি একটি গাড়িকে দাঁড় করায় এবং ওই গাড়ির চালককে টেনে নামানোর চেষ্টা করে। ওই সময়ই ওই জায়গায় কর্তব্যরত পুলিশকর্মীরা টিমোথিকে ধরে ফেলেন। পুলিশের মুখপাত্র এলিনা রুসো বলেন, ‘‘ওই পুলিশকর্মী বুঝতে পারেন, কিছু গোলমাল হচ্ছে। তিনি বিষয়টি নিয়ে কথা বলতে যান। সে যে পুলিশকর্মী, তার সপক্ষে কোনও প্রমাণপত্র টিমোথি দেখাতে পারেনি।’’ রুসো জানিয়েছেন, টিমোথির উর্দি দেখে মনে হয়নি সে কোনও পুলিশ কর্মী। তাতেই সন্দেহ বেড়েছিল। কিন্তু তার ব্যাজ দেখে মনে করা হচ্ছে, ওই পোশাকটি সম্ভবত কোনও নিরাপত্তা রক্ষী নিয়োগ সংস্থায়। টিমোথির কাছে আগ্নেয়াস্ত্রও ছিল।

পুলিশ জানিয়েছে, টিমোথিকে একটি ডিটেনশন শিবিরে নিয়ে যাওয়া হয়েছিল। পরে অবশ্য তাকে ছেড়ে দেওয়া হয়।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.