Advertisement
০৭ মে ২০২৪

ব্লগার খুনে

মুক্তমনা ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায়ের খুনের তদন্তে বাংলাদেশ পুলিশের সঙ্গে বৈঠক করল মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। শনিবারই তদন্তে সহায়তার আশ্বাস দিয়েছিল তারা।

শেষ আপডেট: ১০ অগস্ট ২০১৫ ০৩:০৬
Share: Save:

মুক্তমনা ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায়ের খুনের তদন্তে বাংলাদেশ পুলিশের সঙ্গে বৈঠক করল মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। শনিবারই তদন্তে সহায়তার আশ্বাস দিয়েছিল তারা। রবিবার মিন্টো রোডে ঢাকা পুলিশের গোয়েন্দা শাখার দফতরে যান এফবিআই-এর তিন প্রতিনিধি। বৈঠকে আরও এক ব্লগার, অভিজিৎ রায়ের হত্যা প্রসঙ্গেও আলোচনা হয়েছে। গত ফেব্রুয়ারিতে অভিজিৎকে খুন করা হয়েছিল ঢাকার বইমেলায়। রবিবারের বৈঠক শেষে গোয়েন্দা পুলিশের ডেপুটি কমিশনার (পূর্ব) সাংবাদিকদের জানান, একের পর এক ব্লগার খুনের তদন্তে এফবিআই কারিগরি সাহায্যের আশ্বাস দিয়েছে। এ দিকে নীলাদ্রি খুনের তদন্তে এখনও কোনও কিনারা করতে পারেননি গোয়েন্দারা। তবে পুলিশ জানিয়েছে, নীলাদ্রি খুনের দায় স্বীকার করে যে ল্যাপটপ থেকে ইমেল করা হয়েছিল, সেটি শনাক্ত করা গিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE