Advertisement
E-Paper

ভেঙে দেওয়া হল কৃষ্ণাঙ্গের খুনে অভিযুক্ত পুলিশ বাহিনী

পুলিশদের বডি ক্যামেরা থেকে পাওয়া প্রায় আধ ঘণ্টার একটি ভিডিয়ো ফুটেজ থেকে ঘটনাটি সামনে আসে। মেমফিস পুলিশ অভিযুক্ত পাঁচ পুলিশকর্মীকে গত সপ্তাহেই চাকরি থেকে বরখাস্ত করে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২৩ ০৭:৪৩
A picture demand Justice for Muder of Tyre Nicholas

টায়ার নিকোলাসের খুনের প্রতিবাদ। ছবি সংগৃহীত।

কৃষ্ণাঙ্গ যুবক টায়ার নিকোলসের খুনে অভিযুক্ত মেমফিস পুলিশের বিশেষ বাহিনী ‘স্করপিয়ন’কে ভেঙে দেওয়া হল। এই বাহিনীর পাঁচ পুলিশের বেধড়ক মারে ২৩ জানুয়ারি মৃত্যু হয় নিকোলসের।

পুলিশদের বডি ক্যামেরা থেকে পাওয়া প্রায় আধ ঘণ্টার একটি ভিডিয়ো ফুটেজ থেকে ঘটনাটি সামনে আসে। মেমফিস পুলিশ অভিযুক্ত পাঁচ পুলিশকর্মীকে গত সপ্তাহেই চাকরি থেকে বরখাস্ত করে। তাদের বিরুদ্ধে খুন ও অপহরণের মামলা দায়ের হয়।

আজ মেমফিস পুলিশ জানিয়েছে, অপরাধপ্রবণ এলাকায় টহল, নজরদারি ও প্রয়োজনে ব্যবস্থা নেওয়ার জন্য যে বিশেষ স্করপিয়ন বাহিনী তৈরি করা হয়েছিল, সেই বাহিনী ভেঙে দেওয়া হচ্ছে। পুলিশ প্রধান সেরেলিন ডেভিসের কথায়, ‘‘এই বাহিনীর সব পুলিশ অফিসার এই সিদ্ধান্তের সঙ্গে সহমত হয়েছেন। তাঁদের অন্য বাহিনীতে মোতায়েন করা হবে। অভিযুক্ত পুলিশদের বিরুদ্ধে মামলা চলবে।’’ মেমফিস পুলিশের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে টায়ারের পরিবারও।

Memphis Police Black lives matter
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy