১৯৪৮ সালের ওই দিনটিতে নিজভূমে পরবাসী হয়েছিলেন তাঁরা। বন্দুকের নল উঁচিয়ে প্যালেস্টাইনি আরবদের দেশ দখল করেছিল সশস্ত্র ইজ়রায়েলি বাহিনী। ৭৭ বছর পরে সেই দুঃসহ স্মৃতিকে আবার উস্কে দিল তেল আভিভের হানাদারি। বৃহস্পতিবার রাত থেকে ধারাবাহিক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলায় গাজ়ায় নিহত হয়েছেন অন্তত ১৪৩ জন সাধারণ প্যালেস্টাইনি নাগরিক!
প্রতি বছর ১৫ মে দিনটিকে ‘আল নকবা’ (দুর্যোগের দিন) হিসাবে পালন করেন প্যালেস্টাইনিরা। ১৯৪৮ সালের ১৪ মে আনুষ্ঠানিক ভাবে স্বাধীন ইজ়রায়েল রাষ্ট্রের ঘোষণা করা হয়েছিল। আর তার পরদিন থেকেই শুরু হয়েছিল আরব বসতি উচ্ছেদের পালা। বৃহস্পতিবার রাতে ইজ়রায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ফৌজ সেই ইতিহাসের পুনরাবৃত্তি করতে সক্রিয় হয়েছিল বলে অভিযোগ।
আরও পড়ুন:
স্বাধীনতাপন্থী প্যালেস্টাইনি গোষ্ঠী হামাস জানিয়েছেন, গাজ়ার দক্ষিণাঞ্চলের খান ইউনিস এলাকায় হামলায় নিহত হয়েছেন অন্তত ৬১ জন। উত্তরাঞ্চলের জাবালিয়ায় আত-তাওবাহ হাসপাতালে ইজ়রায়েলি বিমান হামলায় প্রাণ গেছে আরও অন্তত ১৫ জনের। ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে গাজ়ার দক্ষিণতম প্রান্তের রাফাতেও। তাৎপর্যপূর্ণ ভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পশ্চিম এশিয়া সফরের গাজ়ায় মধ্যেই সাম্প্রতিককালের ভয়াবহতম হামলা চালিয়েছে ইজ়রায়েল ফৌজ।