ভবিষ্যতে স্বৈরাচারের পতনের জন্য যেন দেড় দশকের বেশি সময় অপেক্ষা করতে না হয়, সেই কাজ করছে তাঁর সরকার। জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে আজ থেকে এক মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করে দেশবাসীর উদ্দেশে এ কথা বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তিকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। তিনি যে দিন নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা বললেন, সে দিন ঢাকার পুলিশ কমিশনার দাবি করেছেন, তাঁদের দেশে কোনও জঙ্গি নেই। আছে শুধু ছিনতাইকারী। রাজনৈতিক দলগুলি বার বার বলে চলেছে, নতুন বাংলাদেশ গঠনের প্রধান শর্ত হল, জাতীয় নির্বাচন। আজ বাংলাদেশের নির্বাচন কমিশনার জানিয়েছেন, ভোটের দিনক্ষণ নিয়ে তাঁর সঙ্গে প্রধান উপদেষ্টার কথা হয়নি।
আজ সকাল ১১টায় ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে টেলিভিশনে উদ্বোধনী অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়। জুলাই অভ্যুত্থানকে স্মরণ করে ইউনূস বলেছেন, ‘‘১৬ বছর পরে বিরাট বিদ্রোহ ঘোষণা করেছিলাম যে অভ্যুত্থানের মাধ্যমে এবং যে কারণে তা হয়েছিল, আামাদের তাৎক্ষণিক যে লক্ষ্য ছিল, তা পূরণ করতে পেরেছি। কিন্তু তার পিছনে একটা বিরাট স্বপ্ন— নতুন রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণ, নতুন বাংলাদেশ বিনির্মাণ।’’ ইউনূস জানিয়েছেন, প্রতি বছর জুলাই অভ্যুত্থান উদ্যাপন করা হবে। তাঁর কথায়, ‘‘কারণ, যাতে পরবর্তীকালে ১৬ বছর আমাদের অপেক্ষা করতে না হয় আবার এই অভ্যুত্থানের জন্য। আমরা প্রতি বছর এটা করব, যাতে স্বৈরাচারের কোনও চিহ্ন দেখা গেলে, সেটা তাৎক্ষণিক ভাবে আমরা বিনাশ করতে পারি।’’
নতুন বাংলাদেশ গঠন নির্বাচিত সরকারে গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে বার বার নির্বাচনের কথা বলছে রাজনৈতিক দলগুলি। লন্ডনে তারেক রহমানের সঙ্গে বৈঠকের পরে ঠিক হয়েছে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে। কিন্তু এখনও সরকারের গা-ছাড়া মনোভাব দেখা যাচ্ছে। আজ জাতীয় নির্বাচন কমিশনার নাসির উদ্দীন বলেছেন, ‘‘কিছু দিন আগে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক হয়েছিল। তিনি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের কথা বলেছেন। তবে নির্বাচনের কোনও তারিখ নিয়ে তাঁর সঙ্গে আলোচনা হয়নি।’’ নির্বাচন করাতে তাঁরা প্রস্তুতি নিচ্ছেন জানিয়ে কমিশনার বলেন, ‘‘ফুল গিয়ারে প্রস্তুতি নিচ্ছি। নানা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে তা নিতে হচ্ছে। সরকার যখন চায় তখনই যেন নির্বাচন করাতে পারি।’’
আজ পয়লা জুলাই বাংলাদেশে হোলি আর্টিজান হামলার বর্ষপূর্তি। এ নিয়ে প্রশ্ন করা হলে ঢাকার পুলিশ কমিশনার শেখ মো সাজ্জাত আলি বলেন, “দেশে জঙ্গি নেই, আছে ছিনতাইকারী। এখন ঠেকাতে হবে ছিনতাই। জঙ্গি থাকলে তো জঙ্গি নিয়ে ভাবব! আওয়ামী লীগের সময়ে জঙ্গি নাটক সাজিয়ে ছেলেপেলেদের মেরেছে, কিসের জঙ্গি?’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)