দুই পাহাড়ের মধ্যে দিয়ে উঁকি মারছে বিশালাকার চাঁদ। এ রকম একটি ছবি বুধবার নিজেদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা। যা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে।
এই পোস্ট করে নাসার তরফে জানানো হয়েছে এটি ‘উলফ মুন’-এর ছবি। বুধবার থেকে শুরু হয়েছে এ বছরের শেষ উলফ মুন। উলফ মুন বিষয়টি নিয়েও লেখা হয়েছে সেখানে। এই ইনস্টাগ্রাম পোস্টে লেখা হয়েছে, ‘বছরের শেষ পূর্ণিমা। পৃথিবীর চিরকালের ভাল বন্ধু আরও কাছে এসে ধরা দিয়েছে। বিভিন্ন জনজাতি এই পূর্ণিমার চাঁদের বিভিন্ন নাম দিয়েছে বিভিন্ন সময়ে। সে রকমই অ্যালগোকুইন নামের এক জনজাতি দেওয়া নাম উলফ মুন। প্রবল ঠান্ডায় চাঁদনি রাতে খিদের জ্বালায় নেকড়ের চিৎকার থেকে এই নাম।’
ডিসেম্বর মাসে পূর্ণিমা থেকে একে ‘কোল্ড মুন’ বলেও ডাকা হয় কোথাও কোথাও।