আমেরিকায় কর্মরত অভিবাসীদের উপরে আরও কড়া পদক্ষেপ করল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। আমেরিকার স্বরাষ্ট্র দফতর জানিয়েছে, সে দেশে কাজ করার অনুমতিপত্র আর স্বয়ংক্রিয় ভাবে পুনর্নবীকরণ হবে না। এক বিবৃতিতে জানানো হয়েছে, যাঁরা ৩০ অক্টোবর ২০২৫ বা তার পরে তাঁদের নথি পুনর্নবীকরণের জন্য আবেদন করবেন, তাঁদের মেয়াদ স্বয়ংক্রিয় ভাবে বাড়বে না। বৃহস্পতিবার থেকেই এই নিয়ম কার্যকর হবে। ট্রাম্প সরকারের তরফে জানানো হয়েছে, অনুমতিপত্রের পুনর্নবীকরণের জন্য মেয়াদ শেষ হওয়ার ১৮০ দিন আগে আবেদন করতে হবে।
প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেনের সরকার আমেরিকায় কর্মরত অভিবাসীদের জন্য স্বয়ংক্রিয় ভাবে এই অনুমতিপত্র পুনর্নবীকরণের সুবিধা এনেছিল। সেই সময়ে জানানো হয়েছিল, কাজ করার অনুমতিপত্রের মেয়াদ শেষ হওয়ার পরেও অভিবাসীরা আমেরিকায় কাজ করতে পারবেন, যদি তাঁরা সময়মতো নথি পুনর্নবীকরণের জন্য আবেদন করে থাকেন। এ বার থেকে সেই সুবিধা বন্ধ করল ট্রাম্প প্রশাসন। এই পদক্ষেপের জেরে আমেরিকায় কর্মরত বহু বিদেশি কর্মী, বিশেষত ভারতীয়রা সমস্যায় পড়তে পারেন বলে মনে করা হচ্ছে।
নয়া এই পদক্ষেপের কারণ ব্যাখ্যা করতে গিয়ে ট্রাম্প প্রশাসন জানিয়েছে, আমেরিকায় বসবাসকারীদের নিরাপত্তা এবং জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য যাচাই-বাছাইকে অগ্রাধিকার দিতেই অভিবাসীদের জন্য এই নতুন নিয়ম কার্যকর হচ্ছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)