Advertisement
E-Paper

খুব ভাল লাগে এই দেশ, বলত সেফুল্লো

ছ’মাস আগে নিউ জার্সির প্যাটারসনে উবের চালক হিসেবে যোগ দেয় সেফুল্লো। উবের কর্তৃপক্ষ জানাচ্ছেন, তার অতীত তথ্যে তেমন কিছু ধোঁয়াশা ছিল না।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০১৭ ০২:৪২
হামলাকারী সেফুল্লো হাবিবুলেভিক সাইপভ।

হামলাকারী সেফুল্লো হাবিবুলেভিক সাইপভ।

সাত বছর আগে মার্কিন মুলুকে পাড়ি দিয়েছিল সে। সেফুল্লো হাবিবুলেভিক সাইপভ। সুদূর উজবেকিস্তানের রাজধানী তাসখন্দ থেকে উড়ে এসে ওহায়োতে থাকা শুরু করে। তার পরে কয়েক বার ঠিকানা পাল্টায়। কিন্তু আমেরিকার যে প্রান্তেই যাক না কেন, দাগি আসামি হিসেবে কখনও পুলিশের কালো তালিকায় নাম ওঠেনি তার। দু’-এক বার কেবল ট্র্যাফিক আইন ভাঙার জন্য জরিমানা দিতে হয়েছে মাত্র। অথচ কাল বিকেলে ৮ জনকে পিষে মারার পরে মার্কিন সংবাদমাধ্যমে যখন তার নাম ছড়াতে শুরু করে, চমকে ওঠেন তার অনেক পরিচিতই। মেলাতে পারেননি ২০১০-এ সদ্য আমেরিকায় পা রাখা বাইশ বছরের এক তরুণের সঙ্গে ঘাতক সেফুল্লোকে।

ছ’মাস আগে নিউ জার্সির প্যাটারসনে উবের চালক হিসেবে যোগ দেয় সেফুল্লো। উবের কর্তৃপক্ষ জানাচ্ছেন, তার অতীত তথ্যে তেমন কিছু ধোঁয়াশা ছিল না। সেই সঙ্গেই তাঁদের ঘোষণা, এখন থেকে সেফুল্লোর সঙ্গে আর কোনও সম্পর্ক নেই উবেরের। তবে তদন্তে গোয়েন্দাদের সব ধরনের সাহায্য করবে উবের। উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিইয়োইয়েভও তদন্তে সব রকম সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন।

মাঝে এক সময়ে ফ্লরিডার ফোর্ট মায়ার্সে ট্রাক চালাত সেফুল্লো। আলাপ ছিল কোবিলজন মাতকারভ নামে এক যুবকের সঙ্গে। ঘাতক হিসেবে সেফুল্লোর নাম দেখে চমকে উঠেছেন মাতকারভ। জানিয়েছেন, সেফুল্লোকে এক জন ভাল মানুষ হিসেবেই জানতেন। তাঁর কথায়, ‘‘আমেরিকাকে খুব পছন্দ করত। বারবার বলত, এখানে এসে ওর জীবনে সব কিছু ঠিকঠাক চলছে। ওকে কখনওই জঙ্গি বলে মনেই হয়নি। তবে গভীরে মিশিনি। তাই হয়তো আসল চেহারাটা চিনতে পারিনি।’’

New York Manhattan Terrorist Attack জঙ্গি হামলা নিউ ইয়র্ক
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy