Advertisement
E-Paper

হুঁশিয়ারি উড়িয়ে ‘রকেট’ উৎক্ষেপনের প্রস্তুতি উত্তর কোরিয়ার, মার্কিন হুমকি

মার্কিন হুঁশিয়ারি এবং রাষ্ট্রপুঞ্জের নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে দূর পাল্লার রকেট উৎক্ষেপনের তোড়জোড় শুরু করে দিল উত্তর কোরিয়া। রাষ্ট্রপুঞ্জের ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন বিভাগকে উত্তর কোরিয়া জানিয়ে দিয়েছে, ২৫ ফেব্রুয়ারির মধ্যে যে কোনও দিন সকাল ৭টা থেকে দুপুর ১২টার মধ্যে তারা এই রকেট উৎক্ষেপন করবে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ১৭:২৮
সামরিক সমাবেশে কিম জং উন।

সামরিক সমাবেশে কিম জং উন।

মার্কিন হুঁশিয়ারি এবং রাষ্ট্রপুঞ্জের নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে দূর পাল্লার রকেট উৎক্ষেপনের তোড়জোড় শুরু করে দিল উত্তর কোরিয়া। রাষ্ট্রপুঞ্জের ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন বিভাগকে উত্তর কোরিয়া জানিয়ে দিয়েছে, ২৫ ফেব্রুয়ারির মধ্যে যে কোনও দিন সকাল ৭টা থেকে দুপুর ১২টার মধ্যে তারা এই রকেট উৎক্ষেপন করবে। মহাকাশে কৃত্রিম উপগ্রহ পাঠানোর জন্য এই রকেটটি উৎক্ষেপন করা হচ্ছে বলে উত্তর কোরিয়ার দাবি। কিন্তু রকেটের আড়ালে উত্তর কোরিয়া আসলে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করতে চাইছে বলে আমেরিকার দাবি।

অনেক দিন ধরেই এই ‘রকেট’ তৈরির কাজ চালাচ্ছিল উত্তর কোরিয়া। আমেরিকা এবং সহযোগী দেশগুলি প্রথম থেকেই উত্তর কোরিয়ার এই কর্মসূচির তীব্র সমালোচনা করছে। বার বারই আমেরিকা বলছে, মহাকাশ গবেষণা সংক্রান্ত কোনও কর্মসূচি এটি নয়। রকেট তৈরির নাম করে উত্তর কোরিয়া আসলে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে, যা পরমাণু অস্ত্র বহনে সক্ষম।

রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচির উপর আগেই নিষেধাজ্ঞা জারি করেছে। পরমাণু বোমা বা পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র তৈরি না করতে কিম জং উনের দেশকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সতর্কবার্তা না মেনে পিয়ংইয়ং একাধিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। সম্প্রতি হাইড্রোজেন বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটানো হয়েছে বলেও কিম জং উন জানিয়েছেন। রাষ্ট্রপুঞ্জের নিষেধাজ্ঞা না মানার জন্য উত্তর কোরিয়ার উপর আর্থিক, বাণিজ্যিক ও সামরিক নিষেধাজ্ঞা জারি করেছে বিভিন্ন দেশ। কিন্তু উন কোনও নিষেধাজ্ঞার পরোয়া করছেন না। রাষ্ট্রপুঞ্জকে উত্তর কোরীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ২৫ ফেব্রুয়ারির মধ্যে যে কোনও দিন তাদের মাল্টি-স্টেজ রকেটটি উৎক্ষেপন করা হবে। মহাকাশে উপগ্রহ স্থাপনের জন্য এই রকেট পাঠানো হচ্ছে বলে পিয়ংইয়ং ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনকে জানিয়েছে। মাল্টি-স্টেজ রকেটের একাধিক অংশ থাকে। নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করার পর একটি করে অংশের কার্যকাল ফুরিয়ে যায়। সেটি খসে পড়ে। পরের অংশ উপগ্রহটিকে উড়িয়ে নিয়ে যায়। অর্থাৎ পদ্ধতি অনেকটা রিলে রেসের মতো। উত্তর কোরিয়ার এই মাস্টি-স্টেজ রকেট যদি উৎক্ষেপন হয়, তা হলে তার প্রথম অংশটি খসে পড়তে পারে দক্ষিণ কোরিয়ার উপকুলে। পরের অংশটি খসে পড়তে পারে ফিলিপিন্সের কাছে।

১৬ ফেব্রুয়ারি কিম জং উনের বাবা তথা উত্তর কোরিয়ার প্রাক্তন রাষ্ট্রপ্রধান কিম জং ইলের জন্মদিন, সেই দিন বা তার আগেই এই রকেট উৎক্ষেপন হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে তার আগেই আমেরিকা রাষ্ট্রপুঞ্জের মাধ্যমে উত্তর কোরিয়াকে আরও বড় কোনও নিষেধাজ্ঞার মুখে ফেলতে সচেষ্ট।

North Korea Long Range Rocket UN USA Alert Sanction
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy