আমেরিকায় মত্ত অবস্থায় গাড়ি চালিয়ে তিন জনকে চাপা দিয়ে মেরে ফেলার অভিযোগ উঠল এক ভারতীয় যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ক্যালিফর্নিয়ার সান বার্নার্ডিনো কাউন্টির রাস্তায়। ২১ বছর বয়সি ওই যুবককে ইতিমধ্যে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। ধৃতের নাম জশনপ্রীত সিংহ। মার্কিন সংবাদমাধ্যমগুলিতে জানানো হচ্ছে, ওই যুবক অবৈধ ভাবে আমেরিকায় বাস করছিলেন।
স্থানীয় সংবাদমাধ্যমগুলি জানাচ্ছে, জশনপ্রীত একটি বড় ট্রাক নিয়ে যাচ্ছিলেন সান বারনারডিনো কাউন্টির রাস্তা দিয়ে। ট্রাকের ‘ড্যাশক্যাম’ (গাড়ির সামনের দিকে মুখ করে বসানো ক্যামেরা)-এর একটি ভিডিয়ো ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে। যদিও ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, রাস্তার যে লেন ধরে জশনপ্রীত ট্রাক চালাচ্ছিলেন, সেই লেনে পর পর কয়েকটি গাড়ি দাঁড়িয়ে রয়েছে। জশনপ্রীতের ট্রাকটি সোজা গিয়ে ধাক্কা মারে দু’টি ছোট চার চাকার গাড়িতে। তার পরে অন্য একটি ট্রাকে ধাক্কা খায়। ট্রাকের সামনের অংশে আগুন ধরে যেতেও দেখা গিয়েছে।
ওই পথ দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। দুর্ঘটনার প্রাথমিক অনুসন্ধানের পরে স্থানীয় পুলিশ জানিয়েছে, রাস্তায় পর পর গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখেও ট্রাকের গতি কমাননি জশনপ্রীত। তিনি ব্রেকে পা-ই দেননি বলে দাবি পুলিশের। জশনপ্রীত মাদকের নেশায় আচ্ছন্ন ছিলেন বলেও জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন:
সান বার্নার্ডিনো কাউন্টির এক পুলিশ আধিকারিক রডরিগো জিমেনেজ স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, দুর্ঘটনার পরে জশনপ্রীতকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। ওই সময়ই ধরা পড়ে ওই ব্যক্তি মত্ত অবস্থায় ছিলেন। স্থানীয় সংবাদমাধ্যমগুলিতে জানানো হচ্ছে, ২০২২ সালে সীমান্ত পেরিয়ে অবৈধ ভাবে আমেরিকায় প্রবেশ করেন জশনপ্রীত। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জমানায় ২০২২ সালের মার্চে ক্যালিফর্নিয়ায় ধরাও পড়েছিলেন তিনি। তবে পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
দক্ষিণ ক্যালিফর্নিয়ার এই পথ দুর্ঘটনার পরে মার্কিন ‘হোমল্যান্ড সিকিউরিটি’ (অভ্যন্তরীণ নিরাপত্তা) দফতরও জানিয়েছে, আমেরিকায় থাকার জন্য কোনও বৈধ নথি নেই জশনপ্রীতের কাছে।