Advertisement
০৬ মে ২০২৪

ড্রোন হামলার ভয়ে কাঁটা পাকিস্তান, ভারতে পাল্টা হামলার হুমকি সইদের

ভারত হামলা চালাতে পারে সীমান্ত পেরিয়ে। ড্রোন হামলায় গুঁড়িয়ে দিতে পারে জঙ্গি ঘাঁটি। এমনই আশঙ্কা দানা বেঁধেছে পাকিস্তানের অন্দরে। পাক সেনা এবং গোয়েন্দা সংস্থা আইএসআই-এর মধ্যে জোর জল্পনা শুরু হয়েছে যে ভারত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে জঙ্গি ঘাঁটিতে আঘাত হানার কথা ভাবছে। সে ক্ষেত্রে সেনাবাহিনী পাঠানো হবে না।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৮ জুন ২০১৬ ২০:২৬
Share: Save:

ভারত হামলা চালাতে পারে সীমান্ত পেরিয়ে। ড্রোন হামলায় গুঁড়িয়ে দিতে পারে জঙ্গি ঘাঁটি।

এমনই আশঙ্কা দানা বেঁধেছে পাকিস্তানের অন্দরে। পাক সেনা এবং গোয়েন্দা সংস্থা আইএসআই-এর মধ্যে জোর জল্পনা শুরু হয়েছে যে ভারত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে জঙ্গি ঘাঁটিতে আঘাত হানার কথা ভাবছে। সে ক্ষেত্রে সেনাবাহিনী পাঠানো হবে না। সাধারণ ফাইটার জেটও নয়। চালকবিহীন যুদ্ধবিমান আচমকা হানা দিয়ে গুঁড়িয়ে দেবে জঙ্গি শিবির। কোনও একটি সূত্র থেকে নাকি এমনই খবর পেয়েছেন পাকিস্তানের গোয়েন্দারা।

পাক সেনা বা আইএসআই এ নিয়ে অবশ্য প্রকাশ্যে কোনও মন্তব্য করেনি। কিন্তু যাদের উপর হামলা হতে পারে পাক গোয়েন্দাদের কাছে খবর, সেই লস্কর এবং জৈশ শিবির তীব্র আতঙ্কে ভুগতে শুরু করেছে। ফলে হইচই শুরু করেছে তারাই। লস্কর-ই-তৈবা তথা জামাত-উদ-দাওয়ার প্রধান হাফিজ সইদ ভারতকে হুঁশিয়ারি দিতে শুরু করেছেন। পাক মিডিয়ায় প্রকাশিত রিপোর্ট বলছে, হাফিজ সইদ সম্প্রতি এক জনসভায় প্রকাশ্যেই ভারতীয় ড্রোনের হামলার আশঙ্কা প্রকাশ করেছেন। হাফিজ সইদ বলেছেন, ‘‘যদি ভারতীয় বিমানঘাঁটি উড়ে আসা কোনও ড্রোন পাকিস্তানের মাটিতে আঘাত করে, তা হলে গোটা ভারতে আঘাত হানার জন্য পর্যাপ্ত সংখ্যক ড্রোন আমাদের হাতেও রয়েছে।’’

আরও পড়ুন:

প্রিডেটর কিনছে ভারত, গোপন ঘাঁটিতেও আর নিরাপদ নয় জঙ্গিরা

হাফিজ সইদ এবং তার সংগঠনকে সব রকম ভাবেই সাহায্য এবং সমর্থন দেয় পাকিস্তানের সেনাবাহিনী এবং আইএসআই। তাই ভারত ড্রোন হামলা চালাতে পারে বলে আশঙ্কার জন্ম হতেই হাফিজ সইদকে তা জানিয়েছে পাক সেনা। তাতেই সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন সইদ। এক বার আচমকা ড্রোন হামলা হলে জঙ্গি পরিকাঠামো যে গুঁড়িয়ে শেষ হয়ে যাবে, তা সইদ ভালই জানেন। তাই ভারতকে পাল্টা হামলার হুমকি দিতে শুরু করেছেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

India Drone Attack Hafiz Saeed
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE