জাতীয় সংখ্যালঘু দিবসে দেশের সংখ্যালঘুদের পাশে থাকার বার্তা দিলেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জ়ারদারি এবং সে দেশের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ। জ়ারদারি জানিয়েছেন, পাকিস্তানের সংবিধানকে মান্যতা দিয়ে এ দেশের সংখ্যালঘুদের সব ধরনের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক স্বাধীনতা দেওয়া হয়। সরকারও বিষয়টির দিকে বিশেষ নজর দেয়।
শাহবাজ় এক বিবৃতিতে বলেছেন, ‘পাকিস্তান গঠনে এ দেশের সংখ্যালঘুদের অনেক অবদান রয়েছে।’ ১৯৪৭-এর ১১ অগস্ট মহম্মদ আলি জিন্না তাঁর ঐতিহাসিক বক্তৃতায় ভবিষ্যতের পাকিস্তান নামক রাষ্ট্রে সংখ্যালঘুদের মানবাধিকার ও ধর্মাচরণের স্বাধীনতার কথা উল্লেখ করেছিলেন। প্রতি বছর ১১ অগস্ট তাই পাকিস্তানে জাতীয় সংখ্যালঘু দিবস পালিত হয়।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)