Advertisement
E-Paper

ভারতের প্রবল চাপেই বন্দি হাফিজ: বিস্ফোরক দাবি জঙ্গি নেতার ভাইয়ের

আমেরিকার কথায় নয়, ভারতের চাপেই হাফিজ সইদকে গৃহবন্দি করেছে পাকিস্তান। মন্তব্য খোদ হাফিজ সইদের ভাই হাফিজ মাসুদের। একটি ভারতীয় সংবাদমাধ্যমের কাছেই এই মন্তব্য করেছেন লস্কর-ই-তৈবার প্রতিষ্ঠাতা হাফিজ সইদের ভাই।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০১৭ ২১:৫৯
—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

আমেরিকার কথায় নয়, ভারতের চাপেই হাফিজ সইদকে গৃহবন্দি করেছে পাকিস্তান। মন্তব্য খোদ হাফিজ সইদের ভাই হাফিজ মাসুদের। একটি ভারতীয় সংবাদমাধ্যমের কাছেই এই মন্তব্য করেছেন লস্কর-ই-তৈবার প্রতিষ্ঠাতা হাফিজ সইদের ভাই। কিন্তু হাফিজের বন্দিত্বে তাঁর সংগঠনের কার্যকলাপ থেমে যায়নি বলেও দাবি করেছেন মাসুদ। পাক সরকারের তত্ত্বাবধানেই জামাত-উদ-দাওয়া পাকিস্তানে কাজ চালাচ্ছে বলে ওই সন্ত্রাসবাদী নেতার দাবি।

হাফিজ মাসুদ ভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে টেলিফোন কথোপকথনে বলেছেন, ‘‘আমার ভাই এখন গৃহবন্দি...। তাঁর উপর এখন কড়া নজরদারি রয়েছে এবং তাঁর সঙ্গে দেখা করতে গেলে খুব দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হচ্ছে।’’ অকারণে হাফিজ সইদকে গৃহবন্দি করা হয়েছে বলে তাঁর অভিযোগ। লস্কর-ই-তৈবার সঙ্গে হাফিজ সইদের কোনও সম্পর্ক নেই বলে মাসুদ দাবি করেছেন। তাঁরা শুধু জামাত-উদ-দাওয়া সংগঠনের সঙ্গে যুক্ত, লস্করের সঙ্গে তাঁদের কারও যোগ নেই, মন্তব্য মাসুদের। নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর সম্পর্কে মাসুদের মন্তব্য, ‘‘লস্কর একটি কাশ্মীরি সংগঠন, আমাদের সঙ্গে ওই সংগঠনের কোনও যোগ নেই। ওই সংগঠন স্থানীয় মানুষই তৈরি করেছেন এবং সংগঠনটি সেখানেই (কাশ্মীরে) কাজ করে।’’ জামাত-উদ-দাওয়া একটি মানবতাবাদী সংগঠন বলেও হাফিজ মাসুদ দাবি করেন। হাফিজ সইদের ভাইয়ের দাবি যা-ই হোক, জামাত-উদ-দাওয়া যে আসলে লস্করের সামাজিক মুখোশ, সে কথা এখন গোটা পৃথিবীই জানে।

হাফিজ সইদকে এখন অনেক দিন গৃহবন্দি থাকতে হবে, আশঙ্কা তাঁর নিজের সংগঠনেরই। —ফাইল চিত্র।

মুম্বই জঙ্গি হানার মূল চক্রী হাফিজ সইদ গত ৩০ জানুয়ারি গৃহবন্দি হয়েছেন। সে সময় পাকিস্তানপন্থী তথা ভারত-বিরোধী বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলি দাবি করেছিল, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপেই এই সিদ্ধান্ত নিয়েছে পাক সরকার। কিন্তু জঙ্গি সংগঠনগুলির সে ধারণা যে বদলে গিয়েছে, তা হাফিজ মাসুদের মন্তব্যেই স্পষ্ট হয়ে গিয়েছে। সইদের গৃহবন্দিত্ব প্রসঙ্গে তিনি বলেছেন, ‘‘আমরা মনে করি, ভারতের চাপেই এটা করা হয়েছে। ভারত গোটা বিশ্বের কাছে একটা বার্তা পাঠাতে চায়, তারা কাশ্মীরের সমস্যাগুলোর দিক থেকে নজর ঘুরিয়ে দিতে চায়, হাফিজ সইদ এবং পাকিস্তানের উপর সবার দৃষ্টি নিবদ্ধ করতে চায়, যাতে ওদের (ভারতের) সব অপকর্ম গোপন থাকে।’’ মাসুদ আরও বলেছেন, ‘‘এই সব কিছু ভারতের চাপেই ঘটেছে..., পাকিস্তানের সরকার ভারতের চাপের কাছে আত্মসমর্পণ করেছে।’’

আরও পড়ুন:ফের সঙ্ঘাতের আঁচ, দঃ চিন সাগরে বড় নৌবহর পাঠাল আমেরিকা

Hafiz Saeed Lashkar-E-Taiba Pakistan India-Pakistan Nawaz Sharif
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy