Advertisement
২৫ এপ্রিল ২০২৪
International News

কাশ্মীর নিয়ে ভারতকে সমর্থন করলে মিসাইল ছুড়বে পাকিস্তান, হুমকি পাক মন্ত্রীর

আলি আমিনের দাবি, কাশ্মীর প্রসঙ্গে আন্তর্জাতিক মহল নীরব। এবং সাম্প্রতিক কালে যে ভাবে এই দুই ‘চিরশত্রু’র মধ্যে উত্তেজনা ছড়াচ্ছে, তাতে যে কোনও পরিস্থিতিতে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারে পাকিস্তান।

পাক মন্ত্রী আলি আমিন গন্ডাপুর। ছবি: সংগৃহীত।

পাক মন্ত্রী আলি আমিন গন্ডাপুর। ছবি: সংগৃহীত।

সংবাদ সংস্থা
ইসলামাবাদ শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০১৯ ২০:১৪
Share: Save:

কাশ্মীর ইস্যুতে ভারতকে সমর্থনকারী দেশের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়বে পাকিস্তান। এমন হুমকি দিয়ে বিতর্কে জড়ালেন পাকিস্তানের এক মন্ত্রী। তাঁর দাবি, ওই ইস্যুতে যে সমস্ত দেশ ভারতকে সমর্থন করবে, তারা সকলেই পাকিস্তানের শত্রু। মন্ত্রীর এই বিতর্কিত মন্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় উঠেছে।

সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলে ওই বিতর্কিত মন্তব্য করেন পাকিস্তানের কাশ্মীর বিষয়ক ও গিলগিট-বাল্টিস্তানের মন্ত্রী আলি আমিন গন্ডাপুর। আলি আমিনের দাবি, কাশ্মীর প্রসঙ্গে আন্তর্জাতিক মহল নীরব। এবং সাম্প্রতিক কালে যে ভাবে এই দুই ‘চিরশত্রু’র মধ্যে উত্তেজনা ছড়াচ্ছে, তাতে যে কোনও পরিস্থিতিতে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারে পাকিস্তান। সেই সঙ্গে তাঁর আরও দাবি, যে সব দেশ কাশ্মীর নিয়ে তাদের সঙ্গে থাকবে না, তারা সকলেই এই পদক্ষেপের মাসুল গুনবে। কারণ, যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে, ওই সব দেশের দিকেই ক্ষেপণাস্ত্র ছু়ড়বে পাকিস্তান।

জম্মু-কাশ্মীরে ইউরোপীয় সাংসদদের সফর ঘিরে নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে যখন সরব রাহুল গাঁধীরা, সে সময় এই পাক মন্ত্রী মন্তব্যেরও তুমুল সমালোচনা করেছেন নেটিজেনরা।

আরও পড়ুন: পাকিস্তানের থেকে মুক্তি চেয়ে তুমুল বিক্ষোভ অধিকৃত কাশ্মীরে, চলছে সেনা পীড়ন, বাইরে এল ভিডিয়ো

আরও পড়ুন: চূড়ান্ত অসুস্থ প্রাক্তন পাক প্রধানমন্ত্রী শরিফ, চলছে বাঁচার লড়াই

আরও পড়ুন: ডিএনএ মেলাতে মৃত্যুর আগে বাগদাদির অন্তর্বাস ‘চুরি’ করেছিলেন কুর্দ গুপ্তচর

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Pakistan India Kashmir Gilgit Baltistan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE