Advertisement
E-Paper

আমেরিকাকে বিশ্বাস করে সবচেয়ে বড় ভুল করেছি: সুর চড়াচ্ছে পাকিস্তান

নতুন বছরের প্রথম দিনেই টুইট করে পাকিস্তানকে চড়া ভাষায় আক্রমণ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাক বিদেশ মন্ত্রীও পাল্টা টুইট করেছিলেন।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০১৮ ২২:৫৪
ক্রমশ বাড়ছে পাকিস্তান আর আমেরিকার দূরত্ব। —প্রতীকী ছবি।

ক্রমশ বাড়ছে পাকিস্তান আর আমেরিকার দূরত্ব। —প্রতীকী ছবি।

মার্কিন প্রেসিডেন্টের মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া দিল পাকিস্তান। নতুন বছরের প্রথম দিনেই টুইট করে পাকিস্তানকে চড়া ভাষায় আক্রমণ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাক বিদেশ মন্ত্রীও পাল্টা টুইট করেছিলেন। বৃহস্পতিবার ফের টুইটারে সরব হলেন পাক বিদেশ মন্ত্রী খাজা আসিফ। আমেরিকাকে বিশ্বাস করাই সবচেয়ে বড় ভুল হয়েছিল পাকিস্তানের— এমন মন্তব্যও করলেন তিনি।

‘‘আপনি জিজ্ঞাসা করছেন, আমরা আপনাদের জন্য কী করেছি? ... আমাদের সামরিক ঘাঁটিগুলি ব্যবহার করে ৫৭,৮০০ বার আফগানিস্তানে হামলা চালিয়েছেন আপনারা। ... আপনাদের যুদ্ধের জন্য ক্ষতিগ্রস্ত হয়েছেন আমাদের দেশের হাজার হাজার সাধারণ নাগরিক এবং নিরাপত্তা কর্মী।’’ টুইটারে এ দিন এমনই লিখেছেন পাক বিদেশ মন্ত্রী।

প্রেসিডেন্ট ট্রাম্প ১ জানুয়ারি টুইটারে লিখেছিলেন, ‘‘গত ১৫ বছর ধরে আমেরিকা বোকার মতো পাকিস্তানকে ৩৩০০ কোটি ডলারেরও বেশি আর্থিক সহায়তা দিয়েছে এবং তারা মিথ্যাচার এবং প্রতারণা ছাড়া কিছুই আমাদের দেয়নি, আমাদের নেতাদের তারা বোকা ভেবেছে। তারা সেই সব সন্ত্রাসবাদীকে নিরাপদ আশ্রয় দেয়, যাদের বিরুদ্ধে আমরা আফগানিস্তানে লড়ছি...। আর নয়!’’ মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্যের জবাবই এ দিন টুইটারে দেওয়ার চেষ্টা করেছেন পাক বিদেশ মন্ত্রী।

আরও পড়ুন: ভারত ভয় দেখিয়েছে মা-স্ত্রীকে, যাদবকে দিয়ে বলাল পাকিস্তান

আরও পড়ুন: জন্মদিনে পাক গুলিতে নিহত বাঙালি জওয়ান

আমেরিকার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে পাকিস্তান আর একতরফা উৎসাহ দেখাবে না, এমন ইঙ্গিতও দিয়েছেন পাক বিদেশ মন্ত্রী। টুইটারে তিনি এ দিন লিখেছেন, ‘‘আমাদের বাহিনী একটা অস্বাভাবিক যুদ্ধ লড়ছে, তাঁদের আত্মত্যাগের কাহিনি শেষ হওয়ার নয়। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে এখন আমরা বুঝতে পারছি, আমেরিকাকে অন্ধের মতো বিশ্বাস করা ঠিক হয়নি। তাঁরা (আমেরিকা) যে খুশি নন, সে কথা জেনে আমাদের খারাপ লাগছে, কিন্তু আমরা আর আত্মমর্যাদার সঙ্গে আপস করব না।’’

পাকিস্তানকে বছরের পর বছর বিপুল আর্থিক সহায়তা দিয়ে কোনও লাভ হয়নি, বলেছিলেন ট্রাম্প। পাকিস্তান আমেরিকাকে বোকা বানিয়েছে বলে ট্রাম্প মন্তব্য করেছিলেন। খাজা আসিফ এ দিন পাল্টা টুইটে দাবি করেছেন, আমেরিকার যুদ্ধে নিজেদের জড়িয়ে ফেলে পাকিস্তানই বোকার মতো কাজ করেছে।

USA Pakistan Donald Trump Khawaja Asif Terrorism আমেরিকা পাকিস্তান ডোনাল্ড ট্রাম্প খাজা আসিফ
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy