Advertisement
১১ মে ২০২৪

লাদেন মন্তব্য অস্বীকার প্রাক্তন পাক-মন্ত্রীর

ওসামা বিন লাদেনকে নিয়ে তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে বলে বুধবার দাবি করলেন পাকিস্তানের প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী চৌধুরি আহমেদ মুখতার।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০১৫ ০২:৪৭
Share: Save:

ওসামা বিন লাদেনকে নিয়ে তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে বলে বুধবার দাবি করলেন পাকিস্তানের প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী চৌধুরি আহমেদ মুখতার।

পাকিস্তানের অ্যাবটাবাদে ২০১১ সালের মে মাসে মার্কিন কম্যান্ডোদের হাতে নিহত হন আল-কায়দার প্রাক্তন প্রধান ওসামা বিন লাদেন। ওই সময় পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন চৌধুরি আহমেদ মুখতার। গত কাল তিনি দাবি করেছিলেন, ওসামা বিন লাদেনের সে দেশে লুকিয়ে থাকার কথা আগে থেকেই জানত পাক সরকার ও সেনা। তৎকালীন পাক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির ঘনিষ্ঠ মুখতার এ ভাবে মুখ খোলায় পাক প্রশাসন তাঁর বিরুদ্ধে তদন্তের নির্দেশও দিয়েছিল। তার পরেই তিনি বলেন, সংবাদমাধ্যম তাঁর কথার ভুল ব্যাখ্যা করেছে। এই ধরনের আজগুবি কথা তিনি মোটেও বলেননি।

বুধবার আফগান সরকার দাবি করেছিল, ওসামা বিন লাদেন এবং মোল্লা ওমর যে পাকিস্তানেই লুকিয়ে রয়েছেন সে খবর তাদের কাছে ছিল। কিন্তু পাক প্রশাসনকে বারবার পদক্ষেপ করার অনুরোধ করলেও তারা কর্ণপাত করেনি। শুধু তা-ই নয়, তালিবানের বর্তমান নেতা, মনসুর আখতারও গা-ঢাকা দিয়ে রয়েছেন পাকিস্তানেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Pakistan Osama bin Laden
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE