সিন্ধু নদ কেটে খাল তৈরিকে কেন্দ্র করে গন্ডগোল, যার জেরে অগ্নিগর্ভ হল পাকিস্তানের সিন্ধ প্রদেশ। ওই প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িই আগুন দিয়ে জ্বালিয়ে দিলেন বিক্ষোভকারীরা। পুলিশ এবং বিক্ষোভকারীদের সংঘর্ষে এক জনের মৃত্যুও হয়েছে। পাল্টা হামলায় জখম হয়েছেন সিন্ধ প্রদেশের ডেপুটি সুপারও।
সিন্ধ প্রদেশে চোলিস্তান খাল তৈরির প্রকল্প নিয়ে পাকিস্তানের শাহবাজ় শরিফ সরকারের বিরুদ্ধে লাগাতার বিক্ষোভ দেখিয়ে যাচ্ছেন সিন্ধ প্রদেশের বাসিন্দারা। মঙ্গলবারও বিক্ষোভ চলছিল সিন্ধের নওশাহরো ফিরোজ় জেলার মোরো শহরে। ওই বিক্ষোভের জেরে যানজট তৈরি হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে গিয়েছিল পুলিশ। সেই সময়েই পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ হয়। গুলিও চলে। তাতে এক বিক্ষোভকারীর মৃত্যুও হয়। এর পরেই অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। বিক্ষোভকারীদের হামলায় জখম হন ডিএসপি গুলাম হুসেন দাহিরি। লাঠি দিয়ে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। জ্বালিয়ে দেওয়া হয় সিন্ধ প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউল হাসান লঞ্জরের বাড়ি। কয়েকটি মোটরবাইকও জ্বালিয়ে দেওয়া হয়।
পিপল্স মেডিক্যাল হাসপাতালের সুপার হায়দার পাকিস্তানের সংবাদমাধ্যম ডন-কে বলেছেন, ‘‘এক বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে। এই হাসপাতালেই আনা হয়েছিল। জখম হয়েছেন আরও তিন বিক্ষোভকারী। ডিএসপি-ও জখম হয়েছেন বিক্ষোভকারীদের লাঠির আঘাতে।’’