Advertisement
E-Paper

Sri Lankan: বিক্ষোভের মাঝেই প্রেসিডেন্টের পালঙ্কে, গাড়ির সামনে দাঁড়িয়ে ছবি পোস্ট তরুণীর

উত্তাল শ্রীলঙ্কা। প্রেসিডেন্টের প্রাসাদে ঢুকে পড়েছেন বিক্ষোভকারীরা। তাণ্ডব চালিয়েছেন। তার মাঝেই প্রাসাদে ঢুকে ছবি তুলে পোস্ট তরুণীর।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ জুলাই ২০২২ ১৮:৩০
একের পর এক ছবি তুললেন মধুহংসী হাসিনথারা।

একের পর এক ছবি তুললেন মধুহংসী হাসিনথারা। — ছবি ফেসবুক থেকে।

প্রেসিডেন্টের সরকারি বাসভবন! না কি পর্যটন কেন্দ্র! হঠাৎ দেখলে ভুল হতে পারে। সেখানেই কখনও গাড়ির সামনে দাঁড়িয়ে, কখনও প্রেসিডেন্টের পালঙ্কে, সোফায় বসে, কখনও আবার বাগানে দাঁড়িয়ে কাঁধে ব্যাগ নিয়ে ছবি তুলেছেন শ্রীলঙ্কার এক তরুণী। নেপথ্যে বিক্ষোভ দেখাচ্ছেন কিছু মানুষজন। ওই তরুণীর সে সব ছবি এখন ভাইরাল।

গত ৭০ বছরে এতটা অর্থনৈতিক সঙ্কটের মুখে পড়েনি শ্রীলঙ্কা। মূল্যবৃদ্ধি চরমে। প্রয়োজনীয় জ্বালানি, খাবারের সঙ্কট। দেশে ছেড়ে চলে গিয়েছেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। দেশে জরুরি অবস্থা জারি করেছেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিঙ্ঘে। প্রতিবাদে পথে নেমেছেন সাধারণ মানুষ। প্রেসিডেন্টের সরকারি ভবনেও ঢুকে পড়েন তাঁরা। বিক্ষোভের মাঝেই সেখানে ঘুরে বেড়ালেন। আর একের পর এক ছবি তুললেন মধুহংসী হাসিনথারা।

১২ জুলাই ফেসবুকে ২৬টি ছবি পোস্ট করেছেন কলম্বোর বাসিন্দা মধুহংসী। সঙ্গে লিখেছেন, ‘কলম্বোয় রাষ্ট্রপতির বাসভবনে।’ নেটাগরিকেরা যদিও বিষয়টি ভাল চোখে দেখেননি। এক জন লিখেছেন, ‘আপনি নিজের দেশকেই ঠাট্টা করছেন।’ অন্য এক জন লিখেছেন, ‘শ্রীলঙ্কার নতুন পর্যটনস্থল।’

তবে মধুহংসী একা নন। ছবিতে দেখা গিয়েছে, আরও অনেকেই বিদ্রোহ অধ্যুষিত প্রেসিডেন্ট ভবনে বেড়াতে এসেছেন। ছবি তুলছেন। কারও আবার সঙ্গে রয়েছে বাচ্চা। এর আগে বেশ কিছু ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, প্রেসিডেন্টের বাসভবনে ঢুকে সুইমিং পুলে নেমে পড়েছেন বিক্ষুব্ধেরা। কেউ আবার প্রেসিডেন্টের পালঙ্কে শুয়ে রয়েছেন। এক দল আবার রান্নাঘরে ঢুকে রান্নাও করেছেন।

Sri Lanka president Prime Minister
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy