শুক্রবারই স্বাধীনতা এবং সমানাধিকারে নজির গড়েছিল বিশ্বের এক নম্বর রাষ্ট্র। শুক্রবারই এক রায়ে সমকামী বিয়েকে আইনি বৈধতা দিয়েছিল আমেরিকার সুপ্রিম কোর্ট। ওই রাতেই সমকামীদের প্রতি সৌভ্রাতৃত্ববোধ জাগাতে সাত রঙা রামধনুতে রঙিন হয়ে উঠল হোয়াইট হাউজ। উত্সবে রঙিন হয়েছিল গোটা দেশই। ‘লাভ উইন্স’ পোস্টার ব্যানার নিয়ে উত্সবে মেতে উঠেছিলেন সাধারণ মানুষও। আন্দোলনের জয়োল্লাসের ছবি দেখা গেল গোটা দেশ জুড়েই। নীচের গ্যালারিতে রইল তারই কিছু ঝলক।
ছবি: এএফপি, রয়টার্স এবং এপি।
এই সংক্রান্ত আরও খবর...
সমকামী বিয়ের স্বাধীনতায় সায়