Advertisement
২৬ মার্চ ২০২৩

টাকা ছাড়া মুক্তি কঠিন নাবিকদের: দস্যু নেতা

মুক্তিপণ না দিলে সোমালি জলদস্যুদের খপ্পরে পড়া ভারতীয় জাহাজের নাবিকদের ছা়ড়া পাওয়া কঠিন বলে জানাল এক দস্যু নেতা।

নিজস্ব প্রতিবেদন
নয়াদিল্লি শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০১৭ ০২:৩৩
Share: Save:

মুক্তিপণ না দিলে সোমালি জলদস্যুদের খপ্পরে পড়া ভারতীয় জাহাজের নাবিকদের ছা়ড়া পাওয়া কঠিন বলে জানাল এক দস্যু নেতা।

Advertisement

সোমালিয়ার গালমুদুগ প্রদেশের দস্যু নেতা অও কোওবের দাবি, অপহৃত ভারতীয় জাহাজ ‘আল কওসর’-কে ওই প্রদেশের হবিও বন্দরের কাছে নিয়ে যাওয়া হয়েছে। পুন্টল্যান্ড প্রদেশের দস্যুরাই এই কাজের জন্য দায়ী। কোওবে-র কথায়, ‘‘জাহাজের মালিক সংস্থার প্রতিনিধিরা দস্যুদের সঙ্গে কথা বলছেন। তাঁরা টাকা না দিয়েই ভারতীয় নাবিকদের ছাড়ানোর চেষ্টা করছেন। কিন্তু মুক্তিপণ না দিলে আমার বন্ধুরা নাবিকদের ছাড়বে বলে মনে হয় না।’’ গালমুদুগ প্রদেশের নৌ-বন্দর ও পরিবহণমন্ত্রী বুরহান ওয়ারসেমেরও দাবি, পুন্টল্যান্ডের দস্যুরাই এই অপহরণের জন্য দায়ী।

পুন্টল্যান্ড প্রদেশের জলদস্যু-দমন শাখার পাল্টা দাবি, জাহাজের বর্তমান অবস্থান দেখে মনে হচ্ছে এটি গালমুদুগ প্রদেশের জলদস্যুদের কীর্তি। নিজেদের ঘাড় থেকে দায় ঝে়ড়ে ফেলতেই কোওবে পুন্টল্যান্ড গোষ্ঠীর উপরে দায় চাপিয়েছে।

গত কালই নরেন্দ্র মোদী সরকারের পক্ষে জানানো হয়, এক আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে দস্যুদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। সরকারি সূত্রে খবর, ওই এলাকায় জলদস্যুদের হামলা থেকে বাণিজ্যিক জাহাজ রক্ষা করার জন্য সক্রিয় রয়েছে ভারতীয় নৌসেনা। দস্যুদের সঙ্গে দর কষাকষির পাশাপাশি জাহাজের সঠিক অবস্থান জানারও চেষ্টা চলছে। নৌসেনার এক অফিসার জানিয়েছেন, ‘আল কওসর’ ছোট জাহাজ। ফলে তাতে সিগন্যালিং‌ ব্যবস্থা দুর্বল। তাই সহজে জাহাজের অবস্থান খুঁজে বের করা যাচ্ছে না। এ নিয়ে তথ্য পেলে প্রয়োজনে নাবিকদের উদ্ধার করতে অভিযানের কথাও ভাবা যেতে পারে।

Advertisement

গত শনিবার আরব সাগরে ইয়েমেনের সোকোরতার কাছে জলদস্যুরা জাহাজটি দখল করে। ছোট ওই জাহাজটি গুজরাতের মান্ডভি থেকে ছেড়েছিল বলে জানান জাহাজ চলাচল কর্তা মালিনী শঙ্কর। দুবাই থেকে সোমালিয়ার বোসাসো যাওয়ার পথে সেটি জলদস্যুদের খপ্পরে পড়ে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.