Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Autistic

অটিস্টিক কিশোরকে গুলি পুলিশের

গোল্ডা জানান, ফোন পেয়েই পুলিশ এসেছিল ঠিকই। তবে নিরস্ত্র, মানসিক ভাবে বিপর্যস্ত এক কিশোরকে ঠান্ডা করতে তাদের একাধিক গুলি চালাতে হয়েছে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
লস অ্যাঞ্জেলেস শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২০ ০৬:৪৮
Share: Save:

লকডাউনে টানা বাড়িতে থাকার পরে এ বার অফিসে যেতে হবে মাকে। কিন্তু তেরো বছরের অটিস্টিক ছেলেকে কিছুতেই তা বোঝাতে পারছিলেন না মা গোল্ডা বার্টন। কিছু বলতে গেলেই ছেলে ক্ষেপে উঠছে। রাগ, অভিমানে ফুঁসছিল সে। ছেলেকে শান্ত করতে না-পেরে ৯১১ তে ফোন করে পুলিশকে সাহায্যের জন্য অনুরোধ করেন গোল্ডা। কিন্তু তার পরিণতি যে এমন হবে, তা ভাবলেই শিউরে উঠছেন মা।

গোল্ডা জানান, ফোন পেয়েই পুলিশ এসেছিল ঠিকই। তবে নিরস্ত্র, মানসিক ভাবে বিপর্যস্ত এক কিশোরকে ঠান্ডা করতে তাদের একাধিক গুলি চালাতে হয়েছে। কাঁধে, পেটে, গোড়ালিতে গুলির আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি ছেলে।

আমেরিকার উটায় সল্টলেক সিটিতে ঘটনাটি ঘটেছে। কিশোরের নাম লিন্ডেন ক্যামেরন। ঘটনার সময় পুলিশকে দেখেই পালাতে যায় সে। কিছু দূর তার পিছু নিয়ে পুলিশ গুলি চালায়। কিশোরের মায়ের দাবি, তিনি পুলিশকে বার বার জানিয়েছিলেন যে তাঁর ছেলে নিরস্ত্র। তবে ক্ষেপে উঠে চিৎকার, চেঁচামেচি করছে। মনোযোগ আকর্ষণের চেষ্টা করছে। তার পরেও গুলি চালায় পুলিশ। পুলিশের তরফে জানানো হয়েছে, তাদের সন্দেহ ছিল, কিশোরের কাছে কোনও অস্ত্র রয়েছে। তবে পরে যে কোনও অস্ত্র মেলেনি, সে কথাও জানিয়েছে তারা।

এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা স্থানীয় সংগঠনগুলি। নির্বিচারে একাধিক গুলি চালিয়ে সমালোচিত হয়েছে পুলিশও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Autistic Utah Crime
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE