Advertisement
১৬ এপ্রিল ২০২৪

পপ তারকা ‘প্রিন্স’ প্রয়াত

মারা গেলেন মার্কিন পপতারকা ‘প্রিন্স’ রজার্স নেলসন। বয়স হয়েছিল ৫৭ বছর। বৃহস্পতিবার সকালে মিনেসোটার পেসলি পার্কে নিজস্ব রেকর্ডিং স্টুডিওর লিফ্‌টে তাঁর অচৈতন্য দেহ মেলে। মৃত্যুর কারণ জানা না গেলেও খবর, সপ্তাহখানেক ধরে জ্বরে ভুগছিলেন তিনি।

মিনিয়াপলিস
সংবাদ সংস্থা  শেষ আপডেট: ২২ এপ্রিল ২০১৬ ০২:৫৯
Share: Save:

মারা গেলেন মার্কিন পপতারকা ‘প্রিন্স’ রজার্স নেলসন। বয়স হয়েছিল ৫৭ বছর। বৃহস্পতিবার সকালে মিনেসোটার পেসলি পার্কে নিজস্ব রেকর্ডিং স্টুডিওর লিফ্‌টে তাঁর অচৈতন্য দেহ মেলে। মৃত্যুর কারণ জানা না গেলেও খবর, সপ্তাহখানেক ধরে জ্বরে ভুগছিলেন তিনি।

দীর্ঘ ৩৫ বছরের কর্মজীবনে ৩৯টি অ্যালবাম প্রকাশ করেছেন প্রিন্স। শুধু গায়ক নন, নিজের গান তিনি নিজেই লিখতেন। খোলা মঞ্চে বা ক্যামেরার সামনে দারুণ জনপ্রিয় ছিলেন ‘প্রিন্স’। ২০০৪ সালে ‘পার্পল রেন’ ছবির গানের জন্য অস্কার এবং ২০০৭ সালে ‘হ্যাপি ফিট’ ছবিতে ‘সং অব দ্য হার্ট’ গানটির জন্য গোল্ডেন গ্লোব পুরস্কার পেয়েছিলেন তিনি। পেয়েছেন সাতটি গ্র্যামি-সহ বহু খেতাব। ‘‘আমরা এক অসাধারণ শিল্পীকে হারালাম’’— শোকবার্তায় জানান মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Prince Pop star
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE