Advertisement
০২ ডিসেম্বর ২০২৩
Xi Jinping

ফের বৈঠকে মোদী-শি, কথা একাধিক দ্বিপাক্ষিক বিষয় নিয়ে

গত অক্টোবরেই ভারতে এসেছিলেন চিনা প্রেসিডেন্ট। তার পর ব্রাজিলে ব্রিকসের মঞ্চে ফের মোদীর সঙ্গে সাক্ষাৎ তাঁর। বুধবার, ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায়, কথা হয় দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে।

ব্রিকসের মঞ্চে মুখোমুখি নরেন্দ্র মোদী ও শি চিনফিং। ছবি: পিটিআই

ব্রিকসের মঞ্চে মুখোমুখি নরেন্দ্র মোদী ও শি চিনফিং। ছবি: পিটিআই

সংবাদ সংস্থা
ব্রাসিলিয়া শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০১৯ ১০:৪৮
Share: Save:

চিনা পণ্যের বিরোধিতা করে নভেম্বরের শুরুতেই রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকনমিক পার্টনারশিপ বা আরসিইপি-র মতো মুক্ত বাণিজ্য চুক্তি থেকে সরে এসেছে ভারত। সেই আবহেই ব্রাজিলে ব্রিকসের মঞ্চে মুখোমুখি হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চিনা প্রেসিডেন্ট শি চিনফিং। যদিও, চিনফিং-এর সঙ্গে সাক্ষাতের পর মোদীর দাবি, ‘‘দু’দেশের সম্পর্ক নতুন উৎসাহে, নতুন অভিমুখে বইছে।’’

গত অক্টোবরেই ভারতে এসেছিলেন চিনা প্রেসিডেন্ট। তার পর ব্রাজিলে ব্রিকসের মঞ্চে ফের মোদীর সঙ্গে সাক্ষাৎ তাঁর। বুধবার, ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায়, কথা হয় দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে। তাঁদের মধ্যে বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে কথা হয়েছে বলে জানা গিয়েছে।

মোদী চিনফিং-কে বলেন, ‘‘আপনার সঙ্গে ফের দেখা হওয়ায় আমি খুশি।’’ এর পরই তাঁর চিন সফরের কথা তুলে ধরে মোদী বলেন, ‘‘আমাদের যাত্রা শুরু হয়ে গিয়েছে। দুই অচেনা ব্যক্তি এখন ঘনিষ্ঠ বন্ধুতে পরিণত হয়েছে। অনেক বার বিভিন্ন মঞ্চে এবং দ্বিপাক্ষিক বৈঠকে আমাদের সাক্ষাৎ হয়েছে। আপনি আমার দেশ ঘুরে গিয়েছেন। আপনার গ্রামেও আমাকে নিয়ে গিয়েছেন। আপনি আমাকে অভ্যর্থনা জানাতে উহান গিয়েছিলেন। এটা তাৎপর্যপূর্ণ যে গত ৫ বছরে আমাদের সম্পর্কে বিশ্বাস ও বন্ধুত্বের গভীরতা অনেকটা বেড়েছে।’’

আরও পড়ুন: অভিন্ন কর্মসূচি নিয়ে কথা শুরু মহারাষ্ট্রে, ক্ষমতা থাকলে সরকার গড়ুক বিরোধীরা, চ্যালেঞ্জ অমিতের

আরও পড়ুন: পঞ্চসায়র গণধর্ষণ কাণ্ড: পরিকাঠামোর বালাই নেই, চলছে বৃদ্ধাবাস

গত অক্টোবরেই ভারত সফরে এসেছিলেন চিনা প্রেসিডেন্ট। চেন্নাইয়ের কাছে মমল্লপুরমে বৈঠক করেন তাঁরা। সেই স্মৃতিও উসকে দিয়েছেন প্রধানমন্ত্রী। বলেছেন, ‘‘আপনিও বলেছেন এবং আমিও বিশ্বাস করি, চেন্নাইয়ে আমাদের বৈঠক আমাদের সম্পর্ককে নতুন অভিমুখ এবং নতুন উৎসাহ এনে দিয়েছে। আমরা পূর্ব নির্ধারিত কোনও শর্ত ছাড়াই নিজেদের ইস্যু, বিশ্বের পরিস্থিতি নিয়ে কথা বলেছিলাম। তা দারুণ ভাবে সফলও হয়েছিল।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE