Advertisement
১১ জুন ২০২৪

দিলমার পদত্যাগের দাবিতে উত্তাল ব্রাজিল

প্রেসিডেন্ট দিলমা হোসেফের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিলে পা মেলাল লক্ষ লক্ষ ব্রাজিলবাসী। দেশের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত হল ‘দিলমা হটাও’ কর্মসূচি। বিক্ষোভকারীদের দাবি, ২০১১ সালে প্রেসিডেন্ট পদে দিলমা আসার পর থেকেই ভেঙে পড়ে দেশের অর্থনৈতিক কাঠামো। অশান্ত হয়ে ওঠে রাজনৈতিক অবস্থাও। মূল্যবৃদ্ধি ও প্রশাসনিক দূর্নীতির জেরে অতিষ্ঠ সাধারণ মানুষ। ডলারের হিসেবে বাইশ শতাংশ দাম কমে গিয়েছে ব্রাজিলের মুদ্রা রিয়ালের।

সংবাদ সংস্থা
রিও ডি জেনেইরো শেষ আপডেট: ১৭ মার্চ ২০১৫ ০৩:১৯
Share: Save:

প্রেসিডেন্ট দিলমা হোসেফের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিলে পা মেলাল লক্ষ লক্ষ ব্রাজিলবাসী। দেশের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত হল ‘দিলমা হটাও’ কর্মসূচি।

বিক্ষোভকারীদের দাবি, ২০১১ সালে প্রেসিডেন্ট পদে দিলমা আসার পর থেকেই ভেঙে পড়ে দেশের অর্থনৈতিক কাঠামো। অশান্ত হয়ে ওঠে রাজনৈতিক অবস্থাও। মূল্যবৃদ্ধি ও প্রশাসনিক দূর্নীতির জেরে অতিষ্ঠ সাধারণ মানুষ। ডলারের হিসেবে বাইশ শতাংশ দাম কমে গিয়েছে ব্রাজিলের মুদ্রা রিয়ালের।

চার বছরের মেয়াদ শেষে দিলমা ফের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় খেপে উঠেছে বিরোধী শিবির। মাস পাঁচেক আগে দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর চলতি মাসের গোড়ার দিকে জনসভাও করেছেন দিলমা। সেখানেই নিজেদের অসন্তোষ বুঝিয়ে দিয়েছেন মানুষ। দেশের বিভিন্ন জায়গায় টেলিভিশনে তাঁর বক্তৃতা দেখানো হলে, সেখানেও ভাঙচুর করে প্রতিবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। দাবি, দীর্ঘদিন ধরে কোনও রকম সমালোচনাই কানে তুলছেন না প্রেসিডেন্ট। তাঁর বিরুদ্ধে যে বিরাট অঙ্কের আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে, তাতেও গুরুত্ব দেননি তিনি। সাও পাওলোর এক বিক্ষোভকারীর কথায়, “আমার দেশকে আমি ভালবাসি। এত বছর ধরে দুর্নীতির জেরে আমরা ক্লান্ত। কোন রাজনৈতিক দল দুর্নীতি করছে সেটার থেকেও বেশি গুরুত্বরপূর্ণ বিষয় হল, সাধারণ মানুষের শোষণ মাত্রা ছাড়িয়েছে।”

রবিবারের বিক্ষোভ মিছিল অবশ্য বেশ শান্তিপূর্ণ ভাবেই অনুষ্ঠিত হয়েছে। ব্রাজিলের পতাকার নীল-সবুজ-হলুদ রঙের পোশাক পরে রিও ডি জেনেইরোর কোপাকাবান সৈকত ভরিয়ে ফেলেন বিক্ষোভকারীরা। ব্রাজিলের জাতীয় সঙ্গীতের সঙ্গে সঙ্গেই স্লোগান ওঠে ‘দিলমা আউট’। একই ভাবে বিদ্রোহের ঝড় আছড়ে পড়ে সাও পাওলো, ব্রাসিলিয়া ইত্যাদি শহরেও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

dilma rousseff brazil
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE