‘‘ক্রাআআআচি...!’’ মানে??? করাচি! এ হল চাঁদ নবাব স্টাইল।
ভদ্রলোক পাকিস্তানের টিভি সাংবাদিক। ইদের ছুটিতে ট্রেন বোঝাই করে পাক জনতার বাড়ি ফেরার খবর করতে গিয়ে ক্যামেরার সামনে যাঁর বারবার হোঁচট খাওয়ার ভিডিয়ো রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছিল। সলমন খানের ‘বজরঙ্গী ভাইজান’ সেটা হুবহু টুকে দেয়। চাঁদের ভূমিকায় ফাটিয়ে দিয়েছিলেন নওয়াজ়উদ্দিন সিদ্দিকী।
বহু দিন পরে আবার ইন্টারনেট কাঁপাচ্ছে ‘আসল’ চাঁদের ভিডিয়ো। সে বার ট্রেন, এ বার পান! আইসক্রিম পার্লারের মতো করাচিতে পান পার্লার অজস্র। তারই একটিতে বুম হাতে দাঁড়িয়ে চাঁদ বলতে চাইছেন, ‘‘শাহবাজ় শরিফ নির্বাচনী সভায় ‘পান-চিবোনো করাচিকে লাহৌর বানিয়ে দেব’ বলায় শহরবাসী ক্ষুব্ধ।’’ কিন্তু এটুকু বলতে গিয়েই তিনি কখনও খেই হারাচ্ছেন, কখনও জড়িয়ে যাচ্ছে কথা। রিপোর্টিংয়ে নাটক আনবেন বলে কথা বলতে বলতে দোকানদারের হাত থেকে পান নিচ্ছেন, পান খাচ্ছেন, ক্যামেরার অবস্থান পাল্টাচ্ছেন। কিন্তু মরণপণ চেষ্টাতেও গুবলেট হয়ে যাচ্ছে শট। তবক মোড়া পেল্লায় পান মুখে পুরতে গিয়ে ট্রেডমার্ক ‘ক্রাআআআচি’-ও গেল আটকে। হাসি চাপতে পারলেন না দোকানি।
চাঁদ শেষমেশ উতরেছিলেন কি না, জানা নেই। তবু তিনি হিট। বলিউড কী ভাবছে?