Advertisement
E-Paper

উদ্ধারকারী হেলিকপ্টার ভেঙে মৃত

রবিবার জাভা প্রদেশের তেমাংগুং জেলার বুটাক পাহাড়ের একটি শৃঙ্গে ধাক্কা লেগে ভেঙে পড়ে হেলিকপ্টারটি। উদ্ধারকারী বাহিনীর এক সদস্য জানান, হেলিকপ্টারে ছিলেন চার সেনা অফিসার ও চার উদ্ধারকারী কর্মী।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ জুলাই ২০১৭ ০৩:১৪
দুর্ঘটনাস্থলে চলছে তল্লাশি। ছবি:এএফপি।

দুর্ঘটনাস্থলে চলছে তল্লাশি। ছবি:এএফপি।

আগ্নেয়গিরির সামনে থেকে স্থানীয় বাসিন্দাদের সরিয়ে আনতে গিয়েছিল উদ্ধারকারী হেলিকপ্টারটি। ইন্দোনেশিয়ার দিয়েং মালভূমির কাছে নামার ঠিক তিন মিনিট আগে হেলিকপ্টার ভেঙে পড়ে মৃত্যু হল ৮ জনের।

রবিবার জাভা প্রদেশের তেমাংগুং জেলার বুটাক পাহাড়ের একটি শৃঙ্গে ধাক্কা লেগে ভেঙে পড়ে হেলিকপ্টারটি। উদ্ধারকারী বাহিনীর এক সদস্য জানান, হেলিকপ্টারে ছিলেন চার সেনা অফিসার ও চার উদ্ধারকারী কর্মী। তাঁদের প্রত্যেকেরই মৃত্যু হয় এই দুর্ঘটনায়।

জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী জানিয়েছে, দিয়েং মালভূমির ১০টি আগ্নেয়গিরির মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর সিলেরি। রবিবার সকালে হঠাৎ জেগে ওঠে এর জ্বালামুখটি। ১৬৪ ফুট উপর থেকে গলগলিয়ে নেমে আসে শীতল লাভা, কাদা ও ছাই। সেই সময় আশপাশের এলাকায় হাজির ছিলেন বেশ কিছু পর্যটক। তড়িঘড়ি পালিয়ে আসতে না পেরে আহত হন অন্তত ১০ জন। তাঁদের চিকিৎসা চলছে। সিলেরি ফের জেগে উঠতে পারে এই আশঙ্কায় স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের সঙ্গে সঙ্গে সরিয়ে দেওয়া হয় ওই এলাকা থেকে। ২০০৯ সালে শেষ বার ভয়াবহ অগ্নুৎপাত হয় সিলেরিতে। যার ফলে সৃষ্টি হয় আরও নতুন তিনটি জ্বালামুখ। সোমবার লাভা গড়িয়ে নামা বন্ধ হলেও পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে এখানে। মনোরম আবহাওয়া ও নবম শতাব্দীর হিন্দু মন্দিরের জন্য পর্যটকদের কাছে আকর্ষণীয় দিয়েং।

আরও পড়ুন:

ট্রিটন দ্বীপের খুব কাছে মার্কিন রণতরী, প্রবল প্রতিক্রিয়া দিল বেজিং

Rescue Helicopter Indonesia Volcano হেলিকপ্টার ইন্দোনেশিয়া
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy