১০ ডাউনিং স্ট্রিট। ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন। শুক্রবার। প্রধানমন্ত্রী ঋষি সুনক বেরিয়ে এসে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটেকে অভ্যর্থনা জানাতে দাঁড়িয়ে রয়েছেন সিঁড়িতে। রুটে হেঁটে এলেন। ঝলসে ওঠা ক্যামেরার দিকে তাকিয়ে করমর্দন করলেন দু’জন। তার পরেই বিড়ম্বনা! অতিথিকে নিয়ে বাড়িতে ঢুকতে গিয়ে সুনক দেখেন, কোনও ভাবে দরজা বন্ধ হয়ে গিয়েছে ভিতর থেকে।
রুদ্ধদ্বারের সামনে দাঁড়িয়ে পরস্পরকে কিছু বলতে দেখা যায় দুই প্রধানমন্ত্রীকে। গেটের ফাঁক দিয়ে ঢোকার কোনও উপায় আছে কি না, সেটাও উঁকি মেরে বোঝার চেষ্টা করেন তাঁরা। তবে অল্প সময়েই ভিতর থেকে কেউ দরজা খুলে দেন। সুনকের সঙ্গে বাড়ির ভিতরে ঢুকে রুটে ফের বাইরে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে হাত নাড়েন। সব মিলিয়ে সাকুল্যে আধ মিনিটের সেই মুহূর্তের ভিডিয়োয় এখন মজেছে নেট দুনিয়া।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)