Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Kim Jong-un

এ বার কিম জংয়ের ‘মৃতদেহ’ ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায়

দিন কয়েক আগেই কিম জং উনের অসুস্থতার খবরে শোরগোল পড়ে গিয়েছিল সর্বত্র।

কিম জংয়ের এই ছবিই ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়।

কিম জংয়ের এই ছবিই ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়।

সংবাদ সংস্থা
পিয়ংইয়ং শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২০ ১৯:৫৪
Share: Save:

দিন কয়েক আগে শোনা গিয়েছিল, তিনি নাকি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এ বার ফের কিম জং উন-কে নিয়ে গুজব ছড়িয়ে পড়ল স‌োশ্যাল মিডিয়ায়। বলা হল, ৩৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন উত্তর কোরিয়ার শাসক। তবে এটা পুরোটাই রটনা বলে মত আন্তর্জাতিক বিশেষজ্ঞদের। এ নিয়ে এখনও উত্তর কোরিয়ার তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি। কোনও মন্তব্য করা হয়নি দক্ষিণ কোরিয়ার তরফেও।

দিন কয়েক আগেই কিম জং উনের অসুস্থতার খবরে শোরগোল পড়ে গিয়েছিল সর্বত্র। দক্ষিণ কোরিয়ার একটি ওয়েব পোর্টাল জানিয়েছিল, হৃদযন্ত্রে অস্ত্রোপচারের পর সঙ্কটজনক অবস্থায় একটি রিসর্টে চিকিৎসাধীন রয়েছেন তিনি। সেখানে পরিবার-পরিজন রয়েছেন তাঁর সঙ্গে। একটি চিকিৎসক দলের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

সেই সময়ও পিয়ংইয়ংয়ের তরফে কোনও মন্তব্য করা হয়নি। সিওলের তরফে যদিও সেই রিপোর্ট নিয়ে সংশয় প্রকাশ করা হয়। প্রেসিডেন্টের বাসভবন ব্লু হাউসের বিশেষ সূত্র জানায়, অস্ত্রোপচার হলেও কিমের অবস্থা সঙ্কটজনক নয়।

কিম জং ইলের শেষ যাত্রার এই ছবিটিকেই বিকৃত করা হয়েছে বলে অভিযোগ।

আরও পড়ুন: দেশে ৯৬ শতাংশ পরিযায়ী শ্রমিকই রেশন পাচ্ছেন না, বলছে সমীক্ষা

আরও পড়ুন: অসহযোগিতার অভিযোগ, ফের রাজ্যকে জোড়া চিঠি কেন্দ্রীয় দলের​

তার পরই কিম জংয়ের ‘মৃত্যুসংবাদ’ সামনে এল। হংকংয়ের একটি টিভি চ্যানেলে উত্তর কোরিয়ার শাসকের মৃত্যুর খবর সম্প্রচারিত হয়েছে বলে জানা গিয়েছে। কিমের মৃতদেহের ছবি বলে একটি পোস্টও সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। কিন্তু সেটি আদতে তাঁর বাবা কিম জং ইলের শেষযাত্রার ছবি বলে জানা গিয়েছে।

কিমকে নিয়ে এ রকম মিম ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়।

তবে কিম জংয়ের মৃত্যুর খবর নিয়ে ব্যাপক কৌতূহল দেখা গিয়েছে নেটাগরিকদের মধ্যে। রাষ্ট্রপুঞ্জের নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য পরিচিত কিমকে নিয়ে নানা ধরনের মিমও ছড়িয়েছে সর্বত্র।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kim Jong-un North Korea Death
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE