Advertisement
৩০ এপ্রিল ২০২৪
Coronavirus

হ্যাকিংয়ে হাত নেই, দাবি করল রাশিয়া

গত বৃহস্পতিবার ব্রিটেনের ‘ন্যাশনাল সাইবার সিকিয়োরিটি সেন্টার’ দাবি করে, তাদের ভ্যাকসিন গবেষণায় ব্যাঘাত ঘটাতে তৎপরতা বাড়াচ্ছে রুশ হ্যাকারেরা।

ছবি রয়াটর্স।

ছবি রয়াটর্স।

সংবাদ সংস্থা
লন্ডন শেষ আপডেট: ২০ জুলাই ২০২০ ০২:২৭
Share: Save:

ভ্লাদিমির পুতিনের সরকারের মদতে রুশ হ্যাকারদের একটি দল তাদের পরীক্ষাগার থেকে কোভিড-১৯-এর ভ্যাকসিন সংক্রান্ত তথ্য চুরির চেষ্টা চালাচ্ছে বলে দিন কয়েক আগে অভিযোগ করেছিল ব্রিটেন। তাতে সায় দেয় কানাডা ও আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলিও। তবে সেই অভিযোগ সরাসরি অস্বীকার করল রাশিয়া। ব্রিটেনে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রেই কেলিন একটি ব্রিটিশ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন।

গত বৃহস্পতিবার ব্রিটেনের ‘ন্যাশনাল সাইবার সিকিয়োরিটি সেন্টার’ দাবি করে, তাদের ভ্যাকসিন গবেষণায় ব্যাঘাত ঘটাতে তৎপরতা বাড়াচ্ছে রুশ হ্যাকারেরা। ‘এপিটি২৯’ ওরফে ‘কোজ়ি বেয়ার’ ওরফে ‘দ্য ডিউকস’ নামে ওই দলটির পিছনে রুশ সরকারের সরাসরি মদত রয়েছে বলেও অভিযোগ করেন ব্রিটেন, আমেরিকা ও কানাডার গোয়েন্দারা। তবে হ্যাকারদের হাতে কোনও তথ্য পৌঁছে গিয়েছে কি না, তা তখন স্পষ্ট করেনি ব্রিটিশ সরকার। অভিযোগ ভুয়ো বলে দাবি করেছে রুশ সরকার।

আন্দ্রেইয়ের কথায়, ‘‘এই সব গল্পে আমি একদমই বিশ্বাস করছি না। এই অভিযোগের কোনও সারবত্তা নেই। শুধু রাশিয়াই নয়, বিশ্বের কোনও দেশের হ্যাকারদের পক্ষেই এই ধরনের গবেষণা ভিত্তিক তথ্য চুরি করা সম্ভব না বলে আমার মনে হয়।’’

গত নভেম্বরে ব্রিটেনে রাশিয়ার দূত হিসেবে নিযুক্ত হন আন্দ্রেই। ব্রিটেনের শেষ নির্বাচনেও মস্কো হস্তক্ষেপ করার চেষ্টা করেছিল বলে সম্প্রতি অভিযোগ করেন ব্রিটিশ বিদেশমন্ত্রী ডমিনিক র‌্যাব। এই সাক্ষাৎকারে তা-ও খারিজ করেছেন রুশ দূত। তাঁর কথায়, ‘‘এই অভিযোগেরও কোনও ভিত্তি নেই। বিশ্বের কোনও দেশের নির্বাচনেই রাশিয়া নাক গলায় না, গলাতে চায়ও না। আমরা চাই, দু’দেশের মধ্যে সুসম্পর্কের ভিত সুদৃঢ় করতে।’’

বছর খানেক আগে ব্রিটেনের স্যালিসবারিতে প্রাক্তন রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপাল ও তাঁর মেয়েকে রাসায়নিক দিয়ে মেরে ফেলার চেষ্টার পিছনে রাশিয়ার হাত ছিল বলে অভিযোগ করেছিল ব্রিটেন। সেই প্রসঙ্গ টেনে আন্দ্রেই বলেছেন, ‘‘পুরনো অধ্যায় ভুলে ব্রিটেনের সঙ্গে সব কিছু নতুন করে শুরু করতে চায় রাশিয়া।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Coronavirus COVID-19 Russia Britain
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE