পর পর দু’রাত রাশিয়ার রাজধানী মস্কো লক্ষ্য করে ড্রোন হামলা চালাল ইউক্রেন। তার জেরে বেশ কয়েক ঘণ্টা বন্ধ রাখা হল মস্কোর সবক’টি বিমানবন্দর। মঙ্গলবার এই কথা স্বীকার করেছে রুশ প্রশাসন। মস্কোর মেয়র সেরগেই সোবিয়ানিন জানিয়েছেন, ইউক্রেনের ছোড়া অন্তত ১৯টি ড্রোন লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করা হয়েছে। বিভিন্ন দিক থেকে সেগুলি ছুটে এসেছিল। এই ঘটনায় যদিও কেউ হতাহত হননি। এই নিয়ে ইউক্রেন এখনও সরকারি ভাবে কিছু জানায়নি। তবে সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ইউক্রেনের কিভ এবং খারকিভ এলাকায় পাল্টা ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। সে দেশের ওডেসা প্রদেশের গভর্নর ওলেহ্ কিপার জানিয়েছেন, রুশ ড্রোন হামলায় এক জনের মৃত্যু হয়েছে।
রাশিয়ার সরকারি বিমান পরিষেবা সংস্থা রোসাভিয়াতসিয়া জানিয়েছে, নিরাপত্তার কারণে মঙ্গলবার রাতে বেশ কয়েক ঘণ্টা বন্ধ রাখা হয় মস্কোর চারটি বিমানবন্দর। দেশের বাকি কয়েকটি শহরের বিমানবন্দরও বন্ধ রাখা হয়। রাশিয়ার কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, ইউক্রেনের ড্রোন হামলায় দক্ষিণ মস্কোর বেশ কিছু বহুতলের কাচ ভেঙে গিয়েছে। তবে কেউ আহত হননি। কারও মৃত্যুর খবরও মেলেনি।
আরও পড়ুন:
দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির নাৎসি বাহিনীর বিরুদ্ধে রাশিয়ার জয়ের ৮০তম বর্ষপূর্তি রয়েছে চলতি সপ্তাহে। সেই উপলক্ষে ৮ থেকে ১০ মে ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা করেছে ভ্লাদিমির পুতিন সরকার। যদিও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি এই নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি দাবি করেছে, অন্তত ৩০ দিন যুদ্ধবিরতি চলুক। সেই আবহে রাশিয়ার রাজধানী লক্ষ্য করে ড্রোন হামলা চালাল ইউক্রেন। সোমবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, ইউক্রেনের ২৬টি ড্রোন ধ্বংস করেছে তারা।
গত তিন বছর ধরে যুদ্ধ করছে ইউক্রেন এবং রাশিয়া। এর আগেও রাশিয়ার রাজধানী লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত মার্চে তাদের ড্রোন হামলায় মস্কোয় মৃত্যু হয়েছে তিন জনের। এ বার গত দু’রাত ধরে আবার মস্কো লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইউক্রেন। রুশ প্রশাসনের তরফে জানানো হয়েছে, রাশিয়ার দক্ষিণ-পশ্চিমে ভরোনেজ় অঞ্চলে ১৭টি ড্রোন ধ্বংস করা হয়েছে। দক্ষিণের পেনা অঞ্চলে ১০টি ড্রোন ধ্বংস করেছে রাশিয়ার প্রতিরক্ষা বাহিনী।