Advertisement
২৬ এপ্রিল ২০২৪

কিমের দেশের ক্ষেপণাস্ত্র নিয়ে ফের বিতর্ক

সম্প্রতি রাশিয়া ওই পরিষদে রিপোর্ট দিয়ে জানিয়েছে, উত্তর কোরিয়া যে ক্ষেপণাস্ত্রটি পরীক্ষা করেছে, রাশিয়ার রেডার অনুযায়ী তা মাঝারি-পাল্লার। দূরপাল্লার ক্ষেপণাস্ত্র না হলে তার উপর কড়া নিষেধাজ্ঞা চাপানোয় সমর্থন দেবে না রাশিয়া ও চিন। চিনের সঙ্গেও এ নিয়ে বহু বার কথা বলেছে আমেরিকা।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
ওয়াশিংটন শেষ আপডেট: ২১ জুলাই ২০১৭ ০৩:২৪
Share: Save:

উত্তর কোরিয়ার আন্তর্মহাদেশীয় ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) পরীক্ষা নিয়ে আমেরিকার সঙ্গে মতবিরোধ তৈরি হল রাশিয়ার। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষায় আরও কড়া নিষেধাজ্ঞা চাপাতে চাইছে আমেরিকা। বিষয়টি রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে গেলে বলা হয়, আমেরিকাকে দূরপাল্লার ওই ক্ষেপণাস্ত্রটির ক্ষমতা সংক্রান্ত যাবতীয় তথ্য দিতে হবে রাশিয়াকে।

সম্প্রতি রাশিয়া ওই পরিষদে রিপোর্ট দিয়ে জানিয়েছে, উত্তর কোরিয়া যে ক্ষেপণাস্ত্রটি পরীক্ষা করেছে, রাশিয়ার রেডার অনুযায়ী তা মাঝারি-পাল্লার। দূরপাল্লার ক্ষেপণাস্ত্র না হলে তার উপর কড়া নিষেধাজ্ঞা চাপানোয় সমর্থন দেবে না রাশিয়া ও চিন। চিনের সঙ্গেও এ নিয়ে বহু বার কথা বলেছে আমেরিকা। কিন্তু কোনও লাভ হয়নি। এ বার রাশিয়ার রিপোর্টের পরে তা কতটা সম্ভব হবে, এ নিয়ে ধন্দে ট্রাম্প প্রশাসন। কারণ, রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে ভেটোর ক্ষমতা রয়েছে চিন ও রাশিয়ার। তবে আগামী কয়েক সপ্তাহের মধ্যে এ নিয়ে জনমত গড়তে ভোট করার চেষ্টা করছেন মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

North Korea Russia US long-range missile
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE