Advertisement
E-Paper

১৩৩১ দিনে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ট্রাম্প-জ়েলেনস্কি বৈঠকের আগে দক্ষিণের শহর দখল পুতিনসেনার

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাহায্য চাইতে শুক্রবার হোয়াইট হাউসে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি। তার আগে মধ্য ইউক্রেনের অনুপ্রবেশ করে নতুন শহরের দখল নিল পুতিনসেনা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২৫ ১৬:৫৮
Russian forces capture Pryvilla in  Dnipropetrovsk region of Ukraine

(বাঁদিক থেকে) ভ্লাদিমির পুতিন, ডোনাল্ড ট্রাম্প এবং ভলোদিমির জ়েলেনস্কি। —ফাইল চিত্র।

যুদ্ধের ১৩৩১তম দিনে পূর্ব ইউক্রেনের ডনবাসের (পূর্ব ইউক্রেনের ডনেৎস্ক এবং লুহানস্ক অঞ্চলকে একত্রে এই নামে ডাকা হয়) সীমা ছাড়িয়ে মধ্য ইউক্রেনে অনুপ্রবেশের দাবি করল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সেনা। সে দেশের সং‌বাদমাধ্যমে ‘তাস’ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে মধ্য-দক্ষিণ ইউক্রেনের ওবলাস্ট প্রদেশের নিপ্রোপেত্রোভস্ক এলাকায় প্রেভিল্লা শহর দখল করেছে রুশ ফৌজ।

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাহায্য চাইতে শুক্রবার হোয়াইট হাউসে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি। তার আগে রুশ সেনার রাজধানী কিভ অভিমুখে এই ‘গ্রাউন্ড অপারেশন’ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন পশ্চিমী সামরিক বিশেষজ্ঞদের একাংশ। তাঁদের মতে গত তিন মাসের যুদ্ধে পূর্ব এবং উত্তর ‘ফ্রন্টে’ সাফল্যের পর এ বার দক্ষিণ থেকে সাঁড়াশি আক্রমণের সূচনা করেছে ক্রেমলিন। পুতিনের লক্ষ্য, পুরোদমে শীতের বরফ পড়া শুরুর আগেই ইউক্রেনের আরও কিছু অংশের দখল নেওয়া।

সেই লক্ষ্যপূরণের উদ্দেশ্যে সাম্প্রতিক সময়ে রুশ ফৌজ জ়াপোরিজিয়া, খারকিভ, ওডেসার মতো এলাকাতেও হামলা করেছে। ট্রাম্পের সঙ্গে পুতিনের পরবর্তী বৈঠক হবে পূর্ব ইউরোপের দেশ হাঙ্গেরিতে। তার আগে দরকষাকষির টেবিলে সুবিধাজনক অবস্থানে থাকতে চাইছে মস্কো। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি পুতিন ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান ঘোষণার পরে প্রাথমিক ভাবে উত্তর এবং পূর্বের কিছু অংশের দখল নিলেও মধ্য ইউক্রেনের এতটা অন্দরে কখনও অনুপ্রবেশ করতে পারেনি রুশ সেনা। এ বার সেই ‘গণ্ডি’ পেরলো তারা।

Russia-Ukraine War Russian Army Donald Trump Vladimir Putin Volodymyr Zelenskyy Russia-Ukraine Ceasefire
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy