অনলাইনে কোনও প্রতিযোগিতা হলে টাকা জিততে পারেন, বা কোনও ট্যুর প্যাকেজ পেতে পারেন। কিন্তু অনলাইনে কোনও প্রতিযোগিতার পুরস্কার হিসাবে যদি এক জন পর্নস্টারকে জেতেন? তা হলে? কথাটা শুনে মনে হতে পারে, এ আবার কী? এ রকম কখনও হতে পারে নাকি?
রাশিয়ায় এ রকম একটি ওয়েবসাইটে অনলাইন প্রতিযোগিতা হয়। সেখানে বলা হয়, যিনি এই প্রতিযোগিতা জিতবেন তিনি রাশিয়ার সেরা পর্নস্টার একাতেরিনা মাকারোভার সঙ্গে একটি বিলাসবহুল হোটেলে এক মাস থাকার সুযোগ পাবেন। সবচেয়ে আশ্চর্যের বিষয়, এই জ্যাকপটটি জেতে রেসল্যান স্কেড্রিন নামে ১৬ বছরের একটি কিশোর। জ্যাকপটটি যে সে জিতেছে সেটা প্রথমে বিশ্বাসই করতে পারেনি রেসল্যান। শোনার পরেই উচ্ছ্বাসে ফেটে পড়ে।
এই পুরস্কার জিতে রেসল্যান কী বলল?