চিনা কমিউনিস্ট পার্টির শতবর্ষ উপলক্ষে সে দেশের শীর্ষ নেতারা দেশজুড়ে কমিউনিস্ট আদর্শের জয়গান গাইছেন। পশ্চিমি দুনিয়ার কাছে দলের উদার, আদর্শবাদী মুখ তুলে ধরতেও চেষ্টার কসুর করছেন না। অথচ নিজেদের দেশে তাঁরাই নবীন প্রজন্মের ‘আদর্শ’ নিয়ে উদ্বিগ্ন! অন্তত চিন-পন্থী বলে পরিচিত, হংকংয়ের প্রশাসক ক্যারি লামের বক্তব্যে তা স্পষ্ট। তিনি জানিয়েছেন, জাতীয় নিরাপত্তা অক্ষুণ্ণ রাখার পথে
হংকংয়ের অধিবাসীদের একাংশের ‘আদর্শই’ তাঁর বড় চিন্তা। বাবা-মা, শিক্ষক থেকে ধর্মীয় নেতা — সকলের উদ্দেশে তাঁর বার্তা, কিশোর-কিশোরীদের হাবভাবের দিকে নজর রাখতে হবে। বস্তুত, সাপ্তাহিক সাংবাদিক বৈঠকে লাম এই কথা বলার ঘণ্টাখানেকের মধ্যেই হংকং পুলিশ জানায়, শহর জুড়ে বোমা বিস্ফোরণের ষড়যন্ত্রের অভিযোগে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ৬ জন আবার হাইস্কুলের পড়ুয়া!
হংকংয়ে চিনা আধিপত্যের বিরুদ্ধে বিভিন্ন সময়েই মাথাচাড়া দিয়েছে আমজনতার ক্ষোভ। বিশেষজ্ঞদের মতে, সেই বিরোধী আদর্শের কথাই এ দিন বলতে চেয়েছেন লাম। হংকং থেকে সন্দেহভাজন অপরাধীদের চিনে প্রত্যর্পণের বন্দোবস্ত রাখা হয়েছিল যে বিতর্কিত বিলটিতে, প্রবল বিক্ষোভের মুখে সেটি বাতিল করতে বাধ্য হয়েছিলেন তিনি। তার পরেও হংকংয়ের জাতীয় নিরাপত্তা আইন পাশ হয়েছে। বিচ্ছিন্নতাবাদ, চিন সরকারের বিরোধিতা, সন্ত্রাসবাদী কাজকর্ম, জাতীয় সুরক্ষা বিপন্ন করতে বিদেশিদের সঙ্গে জোট বাঁধার মতো অপরাধের শাস্তির ব্যবস্থা করা হয়েছে নয়া আইনে। হংকংয়ের রাজনৈতিক আন্দোলনকারীদের অভিযোগ, ওই আইন আদতে তাঁদের দমন করার কাজেই ব্যবহার করা হবে।