Advertisement
E-Paper

ট্রাম্পের ঘোষণার পরেও গাজ়ায় ফের বোমা ফেলল ইজ়রায়েল! এখনও পর্যন্ত সাত জনের মৃত্যু, শান্তিপ্রক্রিয়া কি ভেস্তে যাবে?

শনিবার সকালের এই হামলায় এখনও পর্যন্ত সাত জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। নিহতদের মধ্যে চার জন গাজ়া শহরের বাসিন্দা, দু’জন গাজ়া ভূখণ্ডের দক্ষিণ দিকের খান ইউনিস শহরের বাসিন্দা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২৫ ১৩:৩৪
Several dead as Israel strikes Gaza hours after Donald Trump called for end to bombing

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ইজ়রায়েলকে গাজ়া ভূখণ্ডে হামলা বন্ধ করতে বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের ঘোষণাকে কার্যত উপেক্ষা করেই গাজ়ায় বোমা ফেলল ইজ়রায়েলি সেনা। শনিবার সকালের এই হামলায় এখনও পর্যন্ত সাত জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। নিহতদের মধ্যে চার জন গাজ়া শহরের বাসিন্দা, দু’জন গাজ়া ভূখণ্ডের দক্ষিণ দিকের খান ইউনিস শহরের বাসিন্দা।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজ়া সংক্রান্ত শান্তিপ্রস্তাবে সম্মত হওয়ার ইঙ্গিত দিয়েছে প্যালেস্টাইনি সশস্ত্র সংগঠন হামাস। তার পরেই গাজ়া ভূখণ্ডে হামলা বন্ধ করার জন্য ইজ়রায়েলকে পদক্ষেপ করতে বলেছিলেন তিনি। ইজ়রায়েলের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছিল, ট্রাম্পের নির্দেশের পরেই সেনাবাহিনীকে গাজ়ায় সামরিক অভিযান স্থগিত রাখতে বলা হয়েছে। তার পরেও অবশ্য বোমা ফেলা হল গাজ়ায়।

ইজ়রায়েল-হামাস সংঘাত থামিয়ে গাজ়ায় শান্তি ফেরানোর উদ্দেশ্যে ২০ দফা প্রস্তাব দিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই প্রস্তাবে ইজ়রায়েল সম্মতি জানালেও প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠী হামাস নীরব ছিল। শুক্রবার একটি বিবৃতি দিয়ে তারাও এই প্রস্তাবে সম্মতির কথা জানিয়েছে। হামাসের বিবৃতি নিজের সমাজমাধ্যমে প্রকাশ করেছেন ট্রাম্প। প্যালেস্টাইনি গোষ্ঠী লিখেছে, ‘‘গাজ়া স্ট্রিপে আমাদের লোকজনের উপর অত্যাচার, আগ্রাসন থামাতে বৃহত্তর স্বার্থে হামাস নেতৃত্ব ট্রাম্পের পরিকল্পনা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করেছেন এবং তার ভিত্তিতে এই বিবৃতি জারি করা হচ্ছে। গাজ়ায় যুদ্ধ থামাতে মুসলিম এবং আরব দেশগুলির প্রচেষ্টা, ট্রাম্পের প্রচেষ্টার প্রশংসা করছে হামাস। ট্রাম্পের প্রস্তাব অনুযায়ী হামাস বন্দিদের (জীবিত এবং লাশ) মুক্তি দেওয়ার প্রস্তাবে রাজি। এর জন্য কিছু শর্ত প্রয়োগ করা অবশ্যম্ভাবী। এই প্রেক্ষিতে হামাস সমঝোতার শর্তাবলি এবং গোটা প্রক্রিয়া নিয়ে বিশদে কথা বলতে আলোচনার টেবিলে যেতে চায়। প্যালেস্টাইনি কোনও গোষ্ঠীর হাতে গাজ়ার প্রশাসনিক দায়িত্ব তুলে দিতে চায় হামাস।’’

হামাসের বিবৃতির পরেই ইজ়রায়েলকে পাল্টা ‘নির্দেশ’ দেন ট্রাম্প। সমাজমাধ্যমে তিনি লেখেন, ‘‘এইমাত্র হামাস যে বিবৃতি জারি করল, তার ভিত্তিতে মনে হচ্ছে ওরা দীর্ঘস্থায়ী শান্তিস্থাপনে রাজি। গাজ়ায় বোমা হামলা অবিলম্বে বন্ধ করতে হবে ইজ়রায়েলকে। যাতে আমরা বন্দিদের নিরাপদে এবং দ্রুত বার করে আনতে পারি। এ নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে। এটা শুধু গাজ়ার বিষয় নয়, এটা পশ্চিম এশিয়ায় বহুকাঙ্ক্ষিত শান্তির বিষয়।’’

তবে ইজ়রায়েল গাজ়ায় নতুন করে হামলা চালানোর পর শান্তিপ্রক্রিয়া ভেস্তে যাবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Israel-Palestine War Israel Gaza war
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy