সিরিয়ার এক গির্জায় আত্মঘাতী হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। রবিবার ঘটনাটি সিরিয়ার রাজধানী দামাস্কাস শহরের একটি গির্জায় ঘটেছে। মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় নিরাপত্তা কর্মী এবং পুলিশ। সকলকে উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে।
এক প্রত্যক্ষদর্শী জানান, রবিবার দামাস্কাস শহরের মার এলায়াস গির্জার ভিতরে প্রার্থনা চলাকালীন এক জন আত্মঘাতী হামলাকারী গির্জার ভিতরে প্রবেশ করে আচমকা গুলি চালাতে শুরু করেন। তার পর তিনি নিজেকে গুলি করেন। হামলাকারীর শরীরে বাঁধা ছিল বোমা। সেই বাঁধা বোমা থেকেই গির্জার ভিতরে বিস্ফোরণ হয়। এই ঘটনায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় নিরাপত্তা কর্মী এবং পুলিশ। সকলকে উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে।
এই ঘটনার পর সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতিতে জানিয়েছে, আত্মঘাতী হামলাকারী ইসলামিক স্টেটের সদস্য ছিলেন। তিনি গির্জায় প্রবেশ করে, গুলি চালান এবং তার পর তার শরীরে বাঁধা বোমা বিস্ফোরণ হয়। তবে, এখনও পর্যন্ত এই হামলার দায় কোনও জঙ্গি সংগঠন স্বীকার করেনি বলে মন্ত্রক সূত্রে দাবি করা হয়েছে।